কণ্যাশ্রীর প্রকল্পের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে কন্যাশ্রী টুর্নামেন্ট
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
কণ্যাশ্রী এখন বিশ্বশ্রী। আর এই কণ্যাশ্রীর প্রকল্পের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ, সমাজকল্যাণ দপ্তর এবং কন্যাশ্রী দপ্তরের উদ্যোগে কন্যাশ্রীর দশম বর্ষ উদযাপন উপলক্ষে বাংলার ঘরে ঘরে শরীর চর্চা ও খেলাধুলা কন্যাশ্রীদের উৎসাহ দিতে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে কন্যাশ্রী টুর্নামেন্ট। সেইমতো বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা কন্যাশ্রী দপ্তরের উদ্যোগে জেলা বিভিন্ন ব্লকের ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্সে।
এই টুর্নামেন্টে চারটে সাব ডিভিশন সদর সাউথ, সদর নর্থ, কাটোয়া এবং কালনার ছাত্রীরা খেলায় অংশগ্রহণ করেছে। যে দুটি সাব ডিভিশন সেমিফাইনালে উঠবে তারা আবার ফাইনাল খেলবে।ফাইনালে জয়ী দুটি দল হলো কালনা সাবডিবিশন এবং বর্ধমান উত্তর।জয়ী দুটো দলকে পুরস্কৃত করা হয়।কণ্যাশ্রী ফুটবল প্রতিযোগিতায় জয়ী দল গুলোকে রাজ্যস্তরে খেলায় অংশগ্রহণ করতে পারবে।
বিধায়ক খোকন দাস বলেন কণ্যাশ্রী প্রকল্প এবছর দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ, সমাজকল্যাণ দপ্তর এবং কন্যাশ্রী দপ্তরের উদ্যোগে একটি কণ্যাশ্রী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টে বর্ধমান সদর সাউথ, বর্ধমান সদর নর্থ, কাটোয়া এবং কালনা এই চারটি সাবডিবিশনের ছাত্রীরা খেলায় অংশগ্রহণ করেছে।এদের মধ্যে কালনা সাবডিবিশন এবং বর্ধমান নর্থ এর খেলোয়াড়রা জয়ী হয়।আগামী রাজ্যস্তরে কণ্যাশ্রী ফুটবল প্রতিযোগিতায় জয়ী এই দুটো টিম রাজ্যস্তরে খেলার সুযোগ পাবে বলে জানান খোকন দাস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊