Hema Malini on Rahul Gandhi's Flying Kiss: অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন, অথচ রাহুলকেই ফ্লাইং কিস দিতে দেখেননি BJP সাংসদ হেমা মালিনী!

Hema Malini


সংসদে ফ্লাইং কিস দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)! এমনটাই অভিযোগ করেন বিজেপি(BJP) সাংসদ (Member of Parliament) স্মৃতি ইরানি(Smriti Irani)। স্মৃতি ইরানি এবং ২১ জন বিজেপি সাংসদ একটি চিঠিতে স্বাক্ষর করে রাহুলের 'ফ্লাইং কিসের' বিরুদ্ধে অভিযোগ করেন। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনীও।



যদিও সংসদের বাইরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে হেমা মালিনী জানান, ‘আমি জানি না। আমি দেখিনি। কয়েকটা কথা একদমই ঠিক বলেননি।’ তাঁর এই বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস লেখেন, ‘হেমা মালিনীজি কিছু দেখেননি কিন্তু সাজানো অভিযোগপত্রে উনি স্বাক্ষর করেছেন’।



চিঠিতে স্বাক্ষর করেছেন অথচ তিনি জানেন রাহুল ফ্লাইং কিস দিয়েছেন কি না! তাহলে স্বাক্ষর করলেন কেন? এখন এই প্রশ্নে তোলপাড় রাজনীতি। বিজেপি সাংসদদের মধ্যেই এই বিষয় নিয়ে দ্বিমত ধরা পড়ল।



অনাস্থা প্রস্তাব নিয়ে রাহুলের ভাষনের পরেই বিজেপির তরফে ভাষন দিতে শুরু করেন স্মৃতি ইরানি। তার মধ্যেই সংসদ ছাড়েন রাহুল গান্ধী। আর সেই সময়ই ট্রেজারি বেঞ্চের দিকে তিনি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন বলে অভিযোগ।