Latest News

6/recent/ticker-posts

Ad Code

নৃত্যে স্বর্ণপদক পেয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করলো দেবাদৃতা

নৃত্যে স্বর্ণপদক পেয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করলো দেবাদৃতা

debadrita




দেবাদৃতা সেনগুপ্ত। ডাক নাম তাথৈ। নামকরনের সাথে সাথেই যেনো লেখা হয়েছিলো ভবিষ্যৎও । মাত্র ৩ বছর বয়স থেকেই নাচের তালিম নিয়েছে তাথৈ। বর্তমানে সে নবম শ্রেণির ছাত্রী। পড়াশুনার পাশে নৃত্যকে আঁকড়ে ধরে বড় হচ্ছে। স্বপ্ন আগামীতে রবীন্দ্র ভারতীতে নৃত্য নিয়ে পড়াশুনা করবার।

(ads1)

সম্প্রতি দেবদৃতা সর্বভারতীয় অনলাইন নৃত্য প্রতিযোগিতা 2023-এ স্বর্ণপদক সহ সৃজনশীল নৃত্যে প্রথম স্থান এবং রবীন্দ্র নৃত্যে ব্রোঞ্জ পদক সহ 3য় স্থান অর্জন করেছে ।

মূলত লক্ষ্ণৌ ঘরানায় কত্থক নৃত্যর সাথে যুক্ত, তবে রবীন্দ্র নৃত্য তারকাছে এক আলাদা জায়গা করে নিয়েছে। ছোটবেলায় রিম্পা দিদিমনির হাত ধরে প্রথম নৃত্য শেখার শুরু। বর্তমানে নৃত্য গুরু স্বরূপ সাহার কাছে নৃত্যের তালিম নিচ্ছে দেবাদৃতা।

(ads2)

মাত্র ১৪ বছর বয়সেই একাধিক পুরষ্কার পেয়েছে দেবাদৃতা। রাজ্য যুব উৎসবে অংশগ্রহণ করেও সাফল্য অর্জন করেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code