Buddhadeb Bhattacharjee: সম্পূর্ণ সচেতন, এখন কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 'ইনভেসিভ ভেন্টিলেশন থেকে সফলভাবে বের করা হয়েছে বুদ্ধবাবুকে। এখনও পর্যন্ত যা শারীরিক অবস্থা, তাতে আমরা খুশি', আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, তবে উনি পারবেন।' আশাবাদী বার্তা চিকিৎসকের। আপাতত বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বেশ কিছু রক্ত পরীক্ষা হবে। তার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এখন সম্পূর্ণ সচেতন রয়েছেন তিনি। খুলে ফেলতে চাইছেন বাইপ্যাপ সাপোর্ট এমনটাই জানাচ্ছে সূত্র। সূত্রের খবর, তিনি চিকিৎসকদের জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। যদিও শেষমেষ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা।
প্রসঙ্গত, অসুস্থ হয়ে পড়েন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বুধবার থেকে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২৯শে জুলাই দুপুরে শ্বাসকষ্ট বাড়ায় পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে, গ্রিন করিডর করে নিয়ে এসে উডল্যান্ডসে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি বুদ্ধবাবু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊