Abhijit Gangopadhyay: PSC-তেও অনিয়ম, ক্ষোভ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


High Court



পাবলিক সার্ভিস কমিশনেও অনিয়ম, ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। অর্থের বিনিময় চাকরির অভিযোগ তো ভুরিভুরি। এবার নিউমেরিক ভিজিটের স্থান বদল। ২৮ এর বদলে ৮২। এই ঘটনার পর নিম্ন আদালতের অনিয়মের অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি। তিনি বলেন, 'পিএসসি-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায়! '

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পিএসসির অবস্থা এত খারাপ হল। পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে। আমিও একসময় পিএসসি-র পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটি সরকারি চাকরি করেছি, কাউকে একটাকাও দিতে হয়নি। প্রসঙ্গত আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ দুর্নীতিতে কারচুপির তদন্ত চলছে আর তাতে নাম জড়িয়েছে এসএসসি ও পিএসসির।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। কখনও টাকা দিয়ে চাকরি আবার কখনও ওএমআর শিটে বিকৃতি। কারচুপির গ্রাফ ক্রমশ তির্যক হচ্ছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে বহু রায়, নির্দেশ দিয়ে সংবাদের শিরোনামে এসেছেন। এবারও তাঁর মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।