Manasa Puja : উত্তরবঙ্গের ৫১৪ বছরের পুরানো মনসা পূজা
এবছর 514 বছরে পড়লো জলপাইগুড়ি রাজবাড়ী বৈকুন্ঠপুরের মনসা পুজো । উত্তরবঙ্গের বিখ্যাত প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পুজো।
পুজোর সাথে সাথে চলে মেলাও। আজ থেকে আগামী পাচদিন ব্যাপী চলবে মেলা ও বিষহরির গান। অর্থাৎ আজ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে এই মেলা ও পুজো ।
মেলাতে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের সম্ভার এখানে পাওয়া যায় । শুক্রবার সকাল থেকেই এই পুজো ও মেলার দেখতে অনেক মানুষই ভিড় করেছেন। সকালে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পুজো অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলা থেকে পুজো ও মেলা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। রকমারী দোকানের সম্ভার নিয়ে ইতিমধ্যেই সেজে উঠেছে মেলা প্রাঙ্গন।
রাজ আমলের এই মনসা পূজায় আগে বলির প্রথা চালু থাকলেও এখন সেই প্রথা বন্ধ । তবে অন্যান্য রাজ ঐতিহ্য মেনেই চলে এই পুজো।
রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন- আমরা বংশ পরম্পরায় রাজবাড়ির মনসা পূজা করে আসছি। এই পূজার বিশেষত্ব এখানে ১৭ তারিখ সন্ধায় মা'কে বরণ করা হয়। ১৮ তারিখ শ্রাবণ সংক্রান্তিতে মাকে পূজা করা হয়। রাজপরিবারের নববধূ পুরোহিতকে বরণ করে নেন।
রাজবাড়ীর গৃহবধু লিন্ডা বসু এই পুজোতে অংশগ্রহণ করেছেন, পুরোহিতকে বরণ সহ অন্যান্য কাজে অংশ নিয়েছেন। লিন্ডা বলেন- তিনি এই পুজোতে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊