নৃ-বিজ্ঞান বিষয়ক দুই দিনের আলোচনাচক্র- 100 Years of Studies in Anthropology

100 Years of Studies in Anthropology



নিজস্ব সংবাদ: গাইঘাটা:

সুন্দরবন হাজী দেশারত কলেজের নৃবিজ্ঞান বিভাগ ও The Indian Anthropological society র উদ্যোগে এবং "ভারতীয় নৃতাত্ত্বিক সর্বেক্ষন" র আর্থিক সহায়তায় একটি দুই দিবসীয় জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো গত 4 & 5 আগস্ট 2023 . উক্ত আলোচনা চক্রের শীর্ষক " 100 Years of Studies in Anthropology". আলোচনাচক্রটি সুসজ্জিত হয়েছিল তিনটি স্মারক বক্তৃতা ও তিনটি অতিথি বক্তৃতা দিয়ে।

(ads1)

100 Years of Studies in Anthropology



সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাননীয় ড: তরুন মণ্ডল, কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুকুমার পয়রা, কলেজের IQAC কো অর্ডিনেটর, মাননীয় উত্তম কুমার গুরু, Indian Anthropological সোসাইটির মাননীয় সহ সভাপতি প্রফেসর অরূপ রতন বন্দ্যোপাধ্যায় , মাননীয় সম্পাদক, প্রফেসর সুবীর বিশ্বাস, মাননীয় সহ সম্পাদক ড: দিপ্তেন্দূ চ্যাটার্জী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের Emiretus প্রফেসর রঞ্জনা রায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর সুমহান বন্দোপাধ্যায়, মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: সুমন চক্রবর্তী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড দেবাশিস মণ্ডল , সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: জগদীপ ওরাওঁ, বঙ্গবাসী কলেজের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: গোপাল চন্দ্র মণ্ডল ও, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে ছিলেন ড: অরূপ মজুমদার, স্বর্ণালী দত্ত ও আরও অনেকে।

100 Years of Studies in Anthropology

(ads2)

আলোচনা চক্রের সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক তমাল দত্ত , সর্বতোভাবে সাহায্য করেন বিভাগের অধ্যাপিকা অরিতা রায় ।

100 Years of Studies in Anthropology

কলেজের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ব্রজমোহন সামল জানান যে, এই জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হওয়ায় এই রকম একটি সুন্দরবনের প্রান্তিক কলেজের নৃবিজ্ঞান পড়াশোনার আগ্রহ বাড়বে। 

100 Years of Studies in Anthropology


তিনি আরও বলেন- গুণীজনদের সহায়তা কাম্য করে নৃবিজ্ঞানের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে গুণীজনদের বক্তৃতা অবশ্যই ছাত্র ছাত্রীদের উপকৃত করবে এবং তারা সমৃদ্ধ হবে। সম্মানীয় অতিথি বৃন্দদের বক্তৃতায় অনুষ্ঠানটি সাফল্য পেয়েছে ।