Monami Ghosh : হলুদ ব্রা আর শর্টসে  আগুন ঝড়াচ্ছেন মনামী , দেখুন ভিডিও 




Monami Ghosh
photo grab from monami insta video



কখনও মেটাল, কখনও ওয়েস্টার্ন আবার কখনও চোখ ধাঁধানো শাড়িতে ফ্যানেদের মনোরঞ্জন করতে হাজির হন টলিওডের নায়িকা মনামি ঘোষ। স্যোসাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা।

yellow bra
photo grab from monami insta video

নিয়মিত স্যোসাল মিডিয়ায় ফটো, ভিডিও শেয়ার করেন তিনি, তার নিজের রয়েছে ইউটিউব চ্যানেল।। সেখানেও নিয়মিত ভিডিও পোস্ট করেন মনামী।


অভিনয়, নাচের পাশাপাশি মনামীর আরও একটি শখ রয়েছে। তা হল ঘুরে বেড়ানো। সময় আর সুযোগ হলেই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েন তিনি। কিছুদিন আগেই জন্মদিন উদযাপন করতে চলে গিয়েছিলেন থাইল্যান্ড। আর এরবার কয়েকদিনের ছুটি মিলতেই উড়ে গেলেন দক্ষিণ কোরিয়াতে।

yellow bra
photo grab from monami insta video

ক্যোরিয়াতে কাটানো বিভিন্ন মুহূর্ত ফ্রেম বন্দি করে স্যোসাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যা ইতিমধ্যে আলোচনায় রয়েছে।

যতদিন যাচ্ছে ততই যেনো মনামীর সৌন্দর্য্য বাঁধান ছাড়া । তার হট সেক্সি লুকে কুপোকাত হচ্ছে নেটিজেনরা। বিকিনি বেব মনামী সম্প্রতি হলুদ শার্টে কিছু ছবি শেয়ার করেছেন। আজ হলুদ বিকিনিতে পুলের পাড়ের একটি ভিডিও শেয়ার করেছেন। হাতে ড্রিঙ্কস, হলুদ বিকিনি আর শর্টে যেনো আগুন ধরিয়েছেন মনামী।