দাম কমছে কোন কোন জিনিসের?

50th GST Council



মঙ্গলবার বসেছে ৫০ তম জিএসটি কাউন্সিলের বৈঠক। অনলাইন গেমিং, হর্স রেসিং এবং ক্যাসিনো কোম্পানির টার্নওভারের উপর ২৮ শতাংশ জিএসটি বসার ঘোষনা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের জিএসটির পরিবর্তন করা হয়েছে। যেসব পণ্যের ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে সেইসব পণ্যের দাম স্বাভাবিকভাবে দাম কমবে।


কোন কোন জিনিসের দাম কমছে?

ক্যানসারের ওষুধ এবং বিরল রোগের ওষুধের উপর কোনওরকম জিএসটি ধার্য করা হবে না। ফলে ওই ওষুধগুলির দাম কমবে।

বেসরকারি সংস্থাগুলির স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবায় জিএসটি কার্যকর হবে না।

৩) রান্না না করা স্ন্যাকসের দামের উপর থেকে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

৪) জরি সুতোর জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করে দেওয়া হয়েছে।

৫) কয়েকটি ক্ষেত্রে সিনেমা হলে খাবারের উপর জিএসটি কমে ৫ শতাংশ হচ্ছে।