Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election: এবার পঞ্চায়েত ভোটেও তদন্তে CBI!

WB Panchayat Election: এবার পঞ্চায়েত ভোটেও তদন্তে CBI!

WB Panchayat Election


আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির চিত্র ধরা পড়েছে এর মধ্যেই নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। 

রাজ্য কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ বলে রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না জানিয়েই সিবিআই-কে তদন্তের ভার দিয়েছেন বিচারপতি।


হাইকোর্টের পর্যবেক্ষণ, 'যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না।' আগামী ৮ই জুলাই রাজ্যে এক দফায় নির্বাচন আর ঠিক তার আগের দিন সিবিআইকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।



জানা যাচ্ছে, উলুবেড়িয়া-১ নম্বর এলাকায় মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ উঠেছে বিডিও-র বিরুদ্ধে। উলুবেড়িয়ার দুই সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি, অনুজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগের মামলায় এই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করার পর স্ক্রুটিনিতে তাঁদের নাম বাদ পড়া এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বহিরা, ধূমিসামালি গ্রাম পঞ্চায়েতের দুই সিপিএম প্রার্থী মামলা করেন বলে জানা গেছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code