সদা চঞ্চল গ্রামের শিক্ষিত মেয়ে জেলা পরিষদের প্রার্থী, খুশি আমজনতা
জলপাইগুড়ি:
গ্রামের নতুন প্রজন্মের শিক্ষিত প্রার্থী পেয়ে খুসি আট থেকে আসি। এমন দৃশ্য মোবাইল ফোনে ধরে রাখার চেষ্টা আমজনতার।
এবারে তৃনমূল দলের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রার্থী হয়েছেন সদর ব্লকের বারো পেটিয়া গ্রামের মেয়ে প্রনয়ীতা দাস (Pranayeeta Das)। নিজে ইংরেজিতে স্নাতক এরই সঙ্গে নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে গ্রামীণ মহিলাদের সাস্থ্য সম্পর্কিত সামাজিক কাজের দৌলতে ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে পরিচিত নতুন প্রজন্ম থেকে উঠে আসা ভবিষ্যতের জন নেত্রীরূপে।
গ্রামের সেই প্রনয়ীতাকে কাছে পেয়ে বেশ আপ্লূত দেখালো আট থেকে আসির মুখ গুলোকে, সংবাদ মাধ্যমের পাশাপাশি গ্রামের স্কুল ছাত্রীকেও দেখা গেলো মোবাইলে ভিডিও করে রাখতে।
মার্জিত তবে সদা চঞ্চল তৃনমূল দলের এই প্রার্থী (Pranayeeta Das) এদিন বিবেকানন্দ পল্লীর বাসিন্ধা পিতাসম কালীপদ বসাকের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েই এগিয়ে গেলেন অপেক্ষারত অন্যান্য গণ দেবতারদের দিকে।
জেলা পরিষদ আসনে তৃনমূল প্রার্থী প্রনয়ীতা দাস (Pranayeeta Das) প্রসঙ্গে কালীপদ বাবু জানান, "খুবই ভালো হয়েছে এডুকেটেড মেয়ে তাছাড়া বাবা কৃষ্ণ দাসের মেয়ে নেতার মেয়ে নেত্রী হবে এটাই স্বাভাবিক।
অম্ববুচি চলায় বন্ধ গ্রামের দুর্গা মণ্ডপ সহ অন্যান্য মন্দির, তবে সময় সীমিত ভোট প্রচারের ফাঁকেই গ্রামবাসীদের মঙ্গলকামনায় পুজোর সামগ্রী বর্তমানে রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত প্রফুল্ল অধিকারীর হাতে সপে দিয়েই আবার ছুট পাসের গ্রামে ভোট প্রচারে।
জেলা পরিষদ প্রার্থী এলাকা অনেকটা বড়, সেই কারণেই কখনো গ্রামের গাছের ছায়ায় আবার কখনো অর্ধসমাপ্ত দোকান ঘরের বাইরে দাড়িয়েই নিজের পরিচয় পর্ব সেড়ে ফেলতে দেখা গেলো নতুন প্রজন্মের এই জেলা পরিষদ প্রার্থীকে (Pranayeeta Das)।
এলাকার অন্যান্য আসনের দলীয় প্রার্থী এবং অঞ্চলের নেতৃত্বকে পাশে নিয়ে গ্রাম্য বৈঠকে একটি কথাই সোনা গেলো প্রার্থী প্রনয়ীতা দাসের মুখে, আমার বাবা কৃষ্ণ দাস এত দিন সুখ দুঃখে আপনাদের পাশে থেকেছে, আমিও বাইরে থেকে পড়াশুনো করেও ফিরে এসেছি গ্রামে শুধুমাত্র একটি কারণে বাবার মতই সমাজের জন্য কাজ করতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊