Coochbehar News : সমাজবিরোধীরা গোলমাল করছে আর কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিচ্ছে- উদয়ন গুহ 

party worker road block
ভেটাগুড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ




দিনহাটা - ফের উত্তেজনা দিনহাটার ভেটাগুড়ি বাজারে। তৃণমূলের ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ভেটাগুড়ি বাজারে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে দিনহাটা- কোচবিহার সড়কের ভেটাগুড়ি বাজারে এই অবরোধ শুরু হয়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

মুখ্যমন্ত্রী কোচবিহারে থাকাকালীন তৃণমূলের এই পথ অবরোধের খবর পেয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক পরেশ অধিকারীকে সঙ্গে নিয়ে ভেটাগুড়িতে আসেন। মন্ত্রীর হস্তক্ষেপে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল রায় সরকার সহ তৃণমূল কর্মীদের উপরে হামলার ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিজেপি দলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বিকেলে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের বেশকিছু এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচারে বের হন ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি সুনীল রায় সরকার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তারা যখন প্রচার থেকে ফিরছিলেন সেই সময় একদল দুষ্কৃতকারি তাদের উপর হামলা চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর করে। পাশাপাশি তারা দিনহাটায় এক নম্বর পঞ্চায়েত সমিতির ৬/১১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী নির্মল বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এই হামলা চালিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের সাধারণ কর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপির বিরুদ্ধে হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা ভেটাগুড়ি বাজারে পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং মন্ত্রীর হস্তক্ষেপে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।

এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এখানে তৃণমূলের নেতাকর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি সমাজবিরোধীদের আখড়া। সমাজবিরোধীরা গোলমাল করছে আর কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিচ্ছে। কোচবিহারে মুখ্যমন্ত্রী রয়েছেন অথচ এই ঘটনার খবর পেয়ে আমাদের এখানে আসতে হলো।