রাজ্যে ৭ দফায় পঞ্চায়েত ভোট কারনোর দাবি তুললেন অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury




৮ই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই অশান্তির ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছিল কমিশন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। এর মাঝেই এবার পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলেই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।



জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদন করলেও তারমধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। বাকি বাহিনী কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে। এদিকে অধীরবাবু বলেন, রাজ্যে বুথের সংখ্যার তুলনায় কেন্দ্রীয় বাহিনী অপ্রতুল। তাই নির্বাচন কমিশনের এই বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। রাজ্যে ৫ – ৭ দফায় পঞ্চায়েত নির্বাচন হলে এই বাহিনী দিয়ে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে।




এদিকে রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরও দাবি, রাজ্যে বুথের সংখ্যার তুলনায় বাহিনী কম। এখন দেখার কি হয়, বাহিনীর সংখ্যা বাড়ে নাকি একই থাকে।