তৃণমূল কর্মীদের মারধোরের ঘটনায় গ্রেপ্তার দুই বিজেপি সমর্থক

Bjp tmc


রবিবার রাতে বীরভূমের মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠা গ্রামপঞ্চায়েতের মুরালপুর গ্রামে তৃণমূলকর্মীরা প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির কিছু লোকজন তিনজন তৃণমূলকমীর উপর আক্রমণ করে । 



আক্রান্তরা হলো - কপিসটা গ্রামপঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি রঞ্জিত মিস্ত্রি এবং মুস্তাকিম মিয়া ও জিতের হাঁসদা । রঞ্জিত ও জিতের সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন । মুস্তাকিম মিয়া আশঙ্কাজনক অবস্থায় কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসাধীন । এইঘটনায় দুই বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে মহম্মদবাজার থানার পুলিশ । 



সোমবার সিউড়ি আদালতে তোলা হলে ধৃতদের চোদ্দোদিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। 



আইনজীবী সোমনাথ মুখার্জী বলেন, "অভিযোগপত্রে একুশজনের নাম ছিল । মহম্মদবাজার থানার পুলিশ দুইজনকে ধরেছে তাদের মধ্যে একজনের নাম অভিযোগপত্রে ছিল আর আরেকজনের নাম অভিযোগপত্রে ছিল না ।বিচারক কেস ডাইরি তলব করেছেন ।"