Panchayat Election: তৃণমূলে থেকেও নির্দল হিসেবে মনোনয়ন, কড়া ব্যবস্থা নিল দল



TMC



বেজেছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। ভোট ঘোষনার পর থেকে শুরু হয় মনোনয়ন। তৃণমূল, বাম, কংগ্রেস, বিজেপি ছাড়াও নির্দল প্রার্থীরাও মনোনয়ন জমা করে। একাধিক জায়গা থেকে জানা যায় এবারের রাজ্য পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে অনেক তৃণমূল নেতা-কর্মী নির্দল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন দাখিল করেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এরকম চিত্র দেখা যাচ্ছে বলে খবর।



এদিকে, এর আগে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাড়ানো তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল নির্দল থেকে জিতলেও পরে দলে নেওয়া হবে না। তবে এবার সরাসরি অ্যাকশন। সাসপেন্ড করা হল দলের একাধিক নেতা কর্মীকে যারা কিনা নির্বাচনে লড়তে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন।




পঞ্চায়েত ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি স্বরুপ এই পদক্ষেপ তৃণমূলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা। নদিয়ার ২১, দক্ষিণ দিনাজপুরের ১৭ ও বাকিরা অন্যান্য জেলা থেকে সাসপেন্ড।



নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি গিয়েছিলেন, যারা নির্দল হিসেবে দাঁড়াবেন তাদের জন্য দলের দরজা বন্ধ। ঠিক সেই মতোই অভিষেকের নির্দেশ মতোই নাকি এই পদক্ষেপ এমনটাই সূত্রের খবর। তালিকায় আরও যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।