অভিনব পদ্ধতিতে ভালোবাসার দোকান খুললেন প্রার্থী, হইচই জলপাইগুড়িতে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
ভোটের মুখে দোকান খুললেন কংগ্রেস প্রার্থী। শুনতে অবাক করা এই দোকানে কেনা বেচা নয় ভাব ভালোবাসা বিনিময় করা হবে। নির্বাচনী বুথের নাম রেখেছেন " ভালো বাসার দোকান"। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের শানু পাড়ায় কংগ্রেস প্রার্থীর ভালো বাসার দোকানে এখন নিয়মিত আড্ডা জমাচ্ছেন এলাকার লোকজন।সৌজন্য বিনিময়ের পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
কংগ্রেস প্রার্থী গনেশ ঘোষ জানিয়েছেন রাহুল গান্ধী বার্তা দিয়েছেন "নফরত কে বাজর মে মহব্বত কা দোকান খোল রাহা হুঁ " আমরা সেই বার্তাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছি। অহিংসা আমাদের মূল মন্ত্র। আমরা কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না। তার বদলে আমরা এলাকার মানুষকে গ্লোবাল ওয়ার্মিং এর সম্ভন্দে সচেতন করে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দিচ্ছি।
স্থানীয় তৃনমূল নেত্রী রূম্পা রায় কটাক্ষ করে বলেন ভালোই হোলো এখন থেকে অন্যান্য সামগ্রীর পাশাপাশি হাটে বাজারে ভালোবাসা কিনতে পাওয়া যাবে। আসলে এসব চমক ছাড়া আর কিছু নয়। তৃনমূলের উন্নয়নের পাশে এরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে দাঁড়াতে পারবে না। তাই চমক দিয়ে আসর মাত করতে চাইছে। তবে এতে আদতেও কোনও লাভ হবেনা। এই এলাকায় তৃণমূল ব্যাপক উন্নয়ন করেছে। তাই জোট ঘোট করে যতই করে ভোটে লড়ুক এবারেও ভোটে জিতবে তৃনমুল।
স্থানীয় বাসিন্দা দীপায়ন রায়ের গলায় শোনা গেলো অন্য সুর। তিনি জানালেন অন্যান্য রাজনৈতিক দল গুলি ভোট প্রচারে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। কিন্তু গনেশ ঘোষ এসবের বাইরে গিয়ে পরিবেশ সচেতনতা সহ অহিংসার কথা বলছেন। ভোট কাকে দেই সেটা অন্য কথা। তবে এই প্রচার কিন্তু খুব ভালো লাগলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊