মিটলো না মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গের দুরবস্থা, বাধ্য হয়ে পুরনো মর্গেই শুরু হলো পোস্ট মর্টেম
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
গত সোমবার থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধুনিক মর্গে জমে থাকা মৃত দেহের পচা দুর্গন্ধের কারনে ময়না তদন্তের কাজ বন্ধ করে দিয়েছেন ফরেন্সিক বিভাগের চিকিৎসকেরা।
তারপর মঙ্গলবার থেকে মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে। আমরা সেই খবর তুলে সম্প্রচার করি।
যদিও বিষয়টি নিয়ে প্রথম দিন থেকেই জেলা শাসক মর্গ পরিষ্কার করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে ছিলেন ।
এর পরেও নতুন মর্গে জমে থাকা লাশের স্তূপ পরিষ্কার না হওয়ায় আজ সকাল থেকেই এক প্রকার বাধ্য হয়েই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তপক্ষ দীর্ঘ সময় ধরে থাকা পুরনো মর্গেই ময়না তদন্তের কাজ করার জন্য তোড়জোড় শুরু করে।
এই প্রসঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপার চিকিৎসক সুরজিৎ সেন, জানান, যেহেতু ওই মর্গের সমস্যা কাটিয়ে ওঠা যায়নি, সেই ক্ষেত্রে জরুরি পরিষেবা তো আর বন্ধ করে রাখা যায় না, সেই কারণেই আজ থেকে আগের পুরোনো মর্গেই মৃত দেহ ময়না তদন্তের কাজ শুরু করা হলো।
এদিন পুরনো মর্গে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা দক্ষিন বিবেকানন্দ পল্লির বাসিন্ধা চন্দন বিশ্বাস জানান, আজকে সুপার স্পেশালিটি হাসপাতালের থেকে এই মর্গে পাঠিয়ে দেওয়া হয় মৃতদেহ, এখন পরিষ্কার করার কাজ চলছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি বলে জানান মৃতের আত্মীয় পরিজনেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊