Mamata Banerjee's Helicopter Emergency Landing
গতকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারে সভা করেন তিনি। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকন্ঠপুরে জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় ঝড়-বৃষ্টির মুখোমুখি হয় কপ্টার। ফলে জরুরি অবতরণ করতে বাধ্য হয় কপ্টার।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় কপ্টারটি। কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা (Mamata Banerjee's Helicopter Emergency Landing)। তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন বলে জানা গিয়েছে।
কোমরে এবং পায়ে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আনা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে তাঁর পরীক্ষা নিরিক্ষা করবেন বলে মনে করা হচ্ছে।
জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হন মমতা। অল্প সময়ের রাস্তা কিন্তু এর মধ্যেই ঝড় বৃষ্টির কারণে জরুরি অবতরণ করে সেবকের বায়ুসেনা ঘাঁটিতে। সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা। কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊