অবাধ ও শান্তি পূর্ণ ভোট, গণনায় শাসকদলের কারচুপির বিরুদ্ধে একাধিক দাবি জানিয়ে জেলা শাসকের করণে বিক্ষোভ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
অবাধ ও শান্তি পূর্ণ ভোটের দাবিতে এবং শাসক দেলের ভোটে ও গননায় কারচুপির বিরুদ্ধে সোমবার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভের পাশাপাশি ১৬ দফা দাবী নিয়ে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার সাথে কথা বলেন।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দিন ঘোষণার পর থেকে গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।নমিনেশন ফাইল করাকে কেন্দ্র করে বর্ধমানের বড়শুলে শাসক দলের হাতে আক্রান্ত হন সিপিআইএম। নমিনেশন প্রত্যাহারের জন্য জেলার বিভিন্ন এলাকার বিরোধীদের ভয় দেখানো হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দল গুলো।শুধু তাই-ই নয় ভোটে নকল ব্যালট পেপারে তৃণমূলের ছাপ দিয়ে রাতের অন্ধকারে যাতে ব্যালট বক্সে ঢুকিয়ে দিতে না পারে সেই জন্য গননা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখান জেলা কংগ্রেস।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ ভট্টাচার্য বলেন আমাদের অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে নকল ব্যালট পেপারে শাসক দল তাদের ছাপ দিয়ে রাতের অন্ধকারে ব্যালট বক্সে ঢুকিয়ে দিতো।এবং প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা সহ বেশ কয়েক দফা দাবি রেখে আজ জেলা শাসকের সাথে কথা বলা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊