Job Update: মাধ্যমিক পাশ যোগ্যতায় জেলা আবাসনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, Apply Now
মাধ্যমিক পাশ যোগ্যতায় জেলা আবাসনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মালদা জেলার গাজল ও রাতুয়ায় ওবিসি সেন্ট্রাল হোস্টেলে সুপার ইনটেন্ডেন্ট ও কেয়ার টেকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদে আবেদনের জন্য যোগ্য। আগামী ১৪ই জুন পর্যন্ত চলবে আবেদন গ্রহন।
সুপার ইনটেন্ডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে এবং কেয়ার টেকার পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও নাইট গার্ড, কুক, হেল্পার নিয়োগ করা হবে বলে জানা গেছে। আগ্রহী প্রার্থীদের মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে হবে।
সুপার ইনটেন্ডেন্ট ও কেয়ারটেকার পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে এবং অন্যান্য পদ গুলি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা - Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Cemetry Road Near BT College, PO -Malda, Malda, PS English bazar, Dist - - Malda, PIN 732101
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: Official Notification
আবেদনপত্র ডাউনলোড: Download Application Form
একটি মন্তব্য পোস্ট করুন