গরম থেকে কিছুটা স্বস্তি পেতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

police

ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ

এক টানা রোদ্দুরে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসী। কার্যত খুব প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোচ্ছেন না।তবে ব্যতিক্রম ট্রাফিক পুলিশ কর্মীরা।রাস্তায় যানজট সামলাতে রোদ, জল, ঝড় বৃষ্টির মধ্যেই ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশকে। আর বিগত কয়েকদিন ধরে তীব্রতা দাবদাহ চলছে জেলা জুড়ে। গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। প্রয়োজন ছাড়া মানুষ যখন ঘর থেকে বেরোচ্ছে না তেমনি বের হলেও কিছুটা সময় গাছের তলায় সময় কাটাচ্ছেন । ঠিক সেই সময় তীব্র দাবদাহ ও গরমের মধ্যেই ট্রাফিক সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।



জেলা পুলিশের পক্ষ থেকে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের তীব্র দাবদহ থেকে কিছুটা রক্ষা দিতে তাদের হাতে সানগ্লাস, ছাতা, ওআরএস, জলের বোতল দেওয়া হল। এদিন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল নিজে ধূপগুড়ি শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে গিয়ে কর্তব্যরত সিভিক ও ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা, চশমা, ওয়ারেস,জল তুলে দেন।




পাশাপাশি প্রচন্ড গরমে সবাই একসাথে একটানা রাস্তায় না দাঁড়িয়ে, দুজন দুজন করে ভাগ করে ডিউটি দেওয়া হয়।এতে একটানা যেমন তাদের রোদে থাকতে হবে না, তেমনি ট্রাফিকেরও কোনো সমস্যা হবে না।