HDFC ব্যাঙ্কের কর্মাশিয়াল এণ্ড রুরাল ব্যাঙ্কিং গ্রুপের উদ্যোগে গ্রামীণ লোন মেলা

HDFC


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

মঙ্গলবার বর্ধমানের দেওয়ানদিঘী এলাকার বেসরকারী একটি স্কুলে অনুষ্ঠিত হল এইচডিএফসি ব্যাঙ্কের কর্মাশিয়াল এণ্ড রুরাল ব্যাঙ্কিং গ্রুপের উদ্যোগে গ্রামীণ লোন মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ হাজার কৃষক সহ বিভিন্ন ব্যবসায়ী, ছোট উদ্যোগপতি, স্বনির্ভর মহিলারা এই মেলায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ব্যাঙ্কের সি আর বি গ্রুপের প্রধান রাহুল শ্যাম শুক্লা। 



সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, গোটা ভারতবর্ষের ১৩টি রাজ্যে প্রথম লোন প্রদানকারী ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে। এই ব্যাঙ্কের অনাদায়ী অর্থের পরিমাণ সব থেকে কম। কেবলমাত্র কৃষি সংক্রান্ত ১৫টি বিষয়ে তাঁরা লোন প্রদান করছে। মুলত সাধারণ মানুষ যাঁরা ব্যাঙ্ক পরিষেবা থেকে দূরে রয়েছেন, কিন্তু অব্যাঙ্কিং জায়গা থেকে তাঁরা চড়া সুদে লোন নিচ্ছেন তাঁদের ব্যাঙ্ক পরিষেবার মধ্যে নিয়ে আসাই তাঁদের লক্ষ্য। 



প্রসঙ্গত, তিনি জানিয়েছেন এই ব্যাঙ্কের কোনো লোন রিকভারি এজেন্ট নেই। সরাসরি গ্রাহকের সঙ্গে ব্যাঙ্কের সংযোগ স্থাপিত হয়। ফলে এজেন্টদের জন্য হয়রানির কোনো অভিযোগও নেই। 



তিনি জানিয়েছেন, এই ধরণের লোন মেলা এলাকাভিত্তিক করার ওপর তাঁরা গুরুত্ব দিয়েছেন। এদিন এই মেলা থেকে ১ হাজার ব্যক্তিকে লোন প্রদানের ছাড়পত্র দেওয়া হয়েছে।