করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কারণ জানা গিয়েছে, জানলেন রেলমন্ত্রী, কে দোষী?
মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), যশবন্তপুর হামসফর এক্সপ্রেস এক সঙ্গে তিন ট্রেন দুর্ঘটনার কবলে। হাড়হিম করা সেই বালেশ্বর ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ? জানালেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaisnaw)। তার কথায় এই দুর্ঘটনার কারণ জানা গিয়েছে এবং কারা দোষী তাও শনাক্ত করা হয়ে গিয়েছে।
রবিবার সকালে রেলমন্ত্রী জানান,”রেলওয়ে সুরক্ষা কমিশন (Railway Safty Commission) এ নিয়ে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসুক। কিন্তু আমরা দুর্ঘটনার কারণ আর কারা এর জন্য দায়ী জানতে পেরেছি।” রেলমন্ত্রী বলেন,”এটা ঘটেছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য। আপাতত লাইন সারাইটাই আমাদের ফোকাস।”
এদিকে গতকালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, "ট্রেন দুর্ঘটনার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেহাই দেওয়া হবে না,"। প্রধানমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছেন, "আমরা এই ট্র্যাজেডিতে আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেব"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊