Electricity Bill : বিদ্যুৎ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের


electric meeter



বিদ্যুতের বর্তমান মূল্য (Electricity Bill) তালিকায় দুটি পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। এজন্য বিদ্যুৎ(ভোক্তার অধিকার) সম্পর্কিত ২০২০ সালের নিয়মনীতিরও সংশোধন করা হয়েছে। পরিবর্তন দুটি হল টাইম অফ ডে (টিওডি) সম্পর্কিত মূল্য তালিকা এবং স্মার্ট মিটার ব্যবস্থাকে আরো বাস্তবসম্মত করে তোলা।


প্রথম পরিবর্তনের বিষয়টিতে বলা হয়েছে, যে সারাদিন ধরে বিদ্যুৎ ব্যবহারের মাশুল (Electricity Bill) একই না রেখে দিনের কোন কোন সময়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, তার ওপর ভিত্তি করে বিদ্যুতের মূল্য বা মাশুল নির্ধারণ করা। অর্থাৎ দিনের যেসময়ে সূর্যের আলো পাওয়া যায় সেই সময়ে বিদ্যুতের মাশুল (Electricity Bill) স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ কম ধার্য করা হবে।




অন্যদিকে, যেসময়ে বিদ্যুতের চাহিদা ও ব্যবহার থাকে সর্বোচ্চ মাত্রায় সেই সময় বিদ্যুৎ ব্যবহারের জন্য মাশুল (Electricity Bill) দিতে হবে স্বাভাবিকের থেকে ১০-২০ শতাংশ বেশি। যেসমস্ত শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহারের চাহিদা রয়েছে অনেক বেশি সেখানে এই টিওডি মাশুল (Electricity Bill) ধার্য করা হবে। এটি চালু হবে ১ এপ্রিল ২০২৪ থেকে।




আবার, কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য বিদ্যুতের এই নতুন মূল্য তালিকা ধার্য হবে ১ এপ্রিল ২০২৫ থেকে।




স্মার্ট মিটারের চাহিদা রয়েছে এধরণের ক্রেতা ও ভোক্তাদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানোর পরে পরেই টিওডি টারিফ (Electricity Bill) ধার্য করা হবে।


এ সম্পর্কে কেন্দ্রীয় বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবীকরণ জ্বালানী মন্ত্রী আর কে সিং জানিয়েছেন, যে টিওডি ব্যবস্থাটি ক্রেতা বা ভোক্তাসাধারণ এবং সার্বিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা উভয়ের ক্ষেত্রেই অনুকূল বলে তিনি মনে করেন।




তিনি আরো বলেছেন যে, টিওডি-র প্রযুক্তি তথা যান্ত্রিক ব্যবস্থা পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর উৎসগুলির মধ্যে এক উন্নততর সম্বন্বয় গড়ে তুলবে। এর ফলে শক্তি তথা জ্বালানীর ক্ষেত্রে দেশের সার্বিক রূপান্তর প্রচেষ্টাও বিশেষভাবে উৎসাহিত হবে বলে তাঁর ধারণা।