List of Upcoming Cyclone in India 2023
আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। এই নাম রেখেছে ইয়েমেন।
ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।
মোচা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। আরও কিছুদিন পর এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া সংস্থার তথ্য অনুসারে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে।
List of Upcoming Cyclone in India 2023
Sl.No | Cyclone Name | Name given by the Country |
---|---|---|
1 | Biparjoy | Bangladesh |
2 | Tej | India |
3 | Hamoon | Iran |
4 | Midhili | Maldives |
5 | Michaung | Myanmar |
6 | Remal | Oman |
7 | Asna | Pakistan |
8 | Dana | Qatar |
9 | Fengal | Saudi Arabia |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊