ফের পথ দুর্ঘটনা মৃত্যু হল এক জনের, ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ির নিরঞ্জনপাঠ এলকায়

Road Accident



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ


জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটে এশিয়ান হাইওয়ে ৪৮ এর দেওমালি এলাকায়। জানা গেছে, একটি বাইকে করে দুইজন গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সেসময় দেওমালি এলাকায় বাইকের সাথে একটি লরির মুখোমুখি সংর্ঘষ হয়। ছিটকে পড়েন বাইকে থাকা দুজন। মৃতের নাম সুমিত রায়। সে ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকার বাসিন্দা ছিল। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। 



এদিকে পথ দূর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাফিক পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ট্রাফিক ওসি সুবীর সাহা সহ বিরাট পুলিশ বাহিনী।



স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে টার্নিং থাকা সত্ত্বেও বেরিয়ার নেই। তারমধ্যে যে সিভিক পুলিশ থাকে। সে ঠিকমতো ডিউটি পালন করে না। মোবাইলে ব্যস্ত থাকে।যে কারণে মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটে। যদিও সাময়িক উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।