IPL 2023, Royal Challengers Bangalore Vs Mumbai Indians
আইপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই হট ফেভারিট দল। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, অপরদিকে কিং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা প্রতি মরশুমে ফেভারিট হয়ে নামলেও এপর্যন্ত ট্রফির ছোঁয়া পায়নি। আজকের রবিবাসরীয় ডুয়েলে মুম্বইকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে এর মধ্যেই প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যান। রোহিত (১), ঈশান (১০) এবং ক্যামেরন গ্রিন (৫) কেউই রয়্যাল বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ফের ব্যর্থ সূর্যকুমার যাদব (১৫)। একা কুম্ভের মতো লড়েছেন তিলক ভার্মা। ৪টি ছয় ও ৯টি চারের সাহায্যে ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
ব্যাঙ্গালোরের ২ বোলার মোহাম্মদ সিরাজ ও হর্শল প্যাটেল তাদের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দেন শেষ দু'ওভারে। ১৯ তম ওভারে সিরাজ ৫টি ওয়াইডের সাথে ১৬ রান দেন এবং শেষ ওভারে হর্শল ২১ রান দিয়ে মুম্বাইকে ১৭১/৭ এর স্কোর পৌঁছতে সাহায্য করে।
জবাবে ব্যাট করতে নেমে ঝরের গতিতে রান তুলতে শুরু করেন RCB এর দুই ওপেনার বিরাট কোহলি এবং ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি। মুম্বইয়ের প্রত্যেক বোলারকে ঠেঙিয়ে দুজনে মাত্র ১৪.৪ ওভারে ১৪৮ রানের জুটি গড়ে জয়ের ভীত তৈরি করে দেন। ডুপ্লেসি ৬টি ছয় ও ৫টি চারের সাহায্যে মাত্র ৪৩ বলে ৭৩ রান করে আউট হন। এরপর বিরাট কোহলি ম্যাক্সওয়েলকে (৩ বলে ১২) সাথে নিয়ে মাত্র ১৬.২ ওভারেই ছক্কা মেরে ম্যাচ শেষ করে আসেন। ৫টি ছয় ও ৬টি চারের সাহায্যে মাত্র ৪৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊