Dinhata News : দিনহাটা সংহতি ময়দানকে ঢেলে সাজাতে ৫ দফা দাবীপত্র প্রদান DYFI এর
আজ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা শহর ইউনিটের পক্ষ থেকে দিনহাটা সংহতি ময়দানের সার্বিক সংস্কার ও পরিকাঠামো গড়ে তোলার জন্যে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক স্বারকলিপি প্রদান করা হয়।
আজ DYFI দিনহাটা শহর ইউনিটের পক্ষ থেকে এক প্রতিনিধিদল ভূমি ও ভূমি সংস্কার অফিসে গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে তাদের পাঁচদফা দাবিপত্র তুলে দেন। দিনহাটা সংহতি ময়দানের সার্বিক সংস্কার ও পরিকাঠামোর উন্নয়নে তাদের দাবীগুলো ছিল__
১/ সংহতি ময়দান ছোট,বড় গর্তে ভর্তি,যাতে করে মাঠে যারা শরীর চর্চা করে ও খেলাধুলা করে তাদের সমস্যায় পড়তে হয়,অবিলম্বে গর্ত বুজিয়ে রোলিং করতে হবে,
২/ ময়দানে যত্রতত্র বজ্য পদার্থ,কাচের টুকরো ও আবর্জনা পড়ে থাকে যা খেলোয়াড়দের পক্ষে অসুবিধাজনক,এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ও ধারাবাহিকভাবে মাঠ পরিষ্কারের ব্যবস্থা করতে হবে,
৩/ ময়দানের পাশে শৌচালয়,পানীয় জলের ব্যবস্থা ও সাজঘরের ব্যবস্থা করতে হবে,
৪/ ময়দানের জল নিকাশি ব্যবস্থার উন্নতি করতে হবে,যাতে বৃষ্টি হলেই জল জমে না যায়,
৫/ ময়দানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে,যাতে রাতে অন্ধকারে সমাজ বিরোধীরা আশ্রয় না পায়।
আজকের এই স্বারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা শহর ইউনিটের সম্পাদক সৌরভ সরকার, সভাপতি অনিকেশ বর্মন, দিনহাটা লোকাল কমিটির সদস্য অভিক সরকার, দিনহাটা শহর ইউনিটের সদস্য তন্ময় কর্মকার, ধৃতিমান দত্ত,দীপাঞ্জন দত্ত প্রমুখরা।
দিনহাটা শহর ইউনিট সম্পাদক সৌরভ সরকার জানান আজ আমরা দিনহাটার সংহতি ময়দানের পরিকাঠামোর উন্নতি সাধনে পাঁচটি বিষয় উল্লেখ করে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার অফিসে ডেপুটেশন দিলাম ও যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানালাম,অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আজকের এই স্বারকলিপির প্রতিলিপি সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক, কোচবিহার,মহকুমা শাসক,দিনহাটা সহ আরো একাধিক দপ্তরে পাঠানো হয় বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊