2014 Primary TET : প্রশ্ন ভুল মামলা, সবাইকে 6 নাম্বার দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
2014 প্রাইমারি TET পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর। একলাফে ৬ নাম্বার বৃদ্ধি পেতে চলেছে পরীক্ষার্থীদের। যারা ভালো পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সামান্য কিছু নাম্বারের জন্য পাশ করতে পারেননি তাদের প্রায় প্রত্যেকেই প্রাইমারি টেট পাশ করবেন এবার।
তবে যারা ওই বিতর্কিত ৬ নাম্বারের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছিলেন শুধু তাদেরকেই ওই নাম্বার দাওয়া হবে। ৬ টি প্রশ্নের মধ্যে যার যতো নাম্বার এখনও পাওনা সে শুধু সেই নাম্বার টাই পাবে।
২০১৮ সালে এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শুধুমাত্র মামলাকারীরাই ৬ ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর পাবেন। তবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলো, যারা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তারা প্রত্যেকেই এই নাম্বার পাবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষা ২০১৫ সালে হয়। পরীক্ষার জন্য আবেদন করেন ২২ লক্ষ। পরীক্ষায় বসেন ১২ লক্ষ। টেট উত্তীর্ণ হন ১.২৫ লক্ষ।
এদের মধ্যে ১০-১২ টি প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা করেন প্রতিভা মণ্ডল সহ অনেক পরীক্ষার্থী। ২০১৮ সালের অক্টোবরে ওই মামলায় ৬ প্রশ্ন ভুল রায় দেয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তখন শুধুমাত্র, মামলাকারীরাই ৬ প্রশ্ন ভুলে নম্বর পাবে রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। ৬ প্রশ্ন ভুলে নম্বর কেন সকল পরীক্ষার্থী পাবেন না, এই নিয়ে মামলা যায় ডিভিশন বেঞ্চে। আজ নতুন রায় দিলো ডিভিশন বেঞ্চ।
ফলে আগামী দিনের ইন্টারভিউ গুলো আরো কঠিন হয়ে দাঁড়ালো বলেই অভিজ্ঞ মহলের ধারণা। শুধু এখানেই শেষ নয় এই রায় কে হাতিয়ার করে নতুন TET পাশরা কোন রাস্তায় হাঁটে তা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊