Big Breaking : Mafia Atiq and ashraf shot outside medical college
মাফিয়া থেকে নেতাতে পরিণত হওয়া আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে প্রয়াগরাজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
আতিকের ছেলে আসাদ ১৩ এপ্রিল এনকাউন্টারে নিহত হন এবং আজ কঠোর নিরাপত্তার মধ্যে তাকে দাহ করা হয়।
সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে যে দুই থেকে তিনজন তাদের উপর গুলি চালায়।
ছেলের পর এবার মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের। শনিবার প্রয়াগরাজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়ই আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদের উপর হামলা চলে। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু হয় গ্যাংস্টার আতিক ও তাঁর ভাই আশরফ আহমেদের।
#AtiqueAhmed की हत्या का एक और वीडियो। घटना के बाद#Prayagraj #Encounter #मुख्तार_अंसारी pic.twitter.com/VXXZ9kBMNj
— Rahul Sisodia (@Sisodia19Rahul) April 15, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊