দীর্ঘ টালবাহানার পর দিল্লিতে ইডি-র দফতরে আজ হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদের সময় সুকন্যা ক্রমাগত প্রশ্নের জবাব এড়িয়ে যেতে থাকেন বলে ইডি সূত্রে খবর। এর পরেই সুকন্যাকে গ্রেফতার করে ইডি।
এর আগেও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে একাধিকবার তলব করা হয়েছিল দিল্লিতে ইডির অফিসে। কিন্তু বারংবার হাজিরা এড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত বুধবার ইডির তদন্তকারী অফিসাররা এদিন গ্রেফতার করলেন সুকন্যাকে।
প্রসঙ্গত, এর আগে তিনবার ইডির হাজিরা এড়িয়েছেন সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। শেষবার হাজিরার দিন ছিল ১৩ এপ্রিল। কিন্তু সেদিনও হাজিরা দেননি সুকন্যা। আইনজীবী মারফত সুকন্যা ইডিকে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন।
পরপর তিনবার ইডির হাজিরা এড়ানোর পর থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার কড়া পদক্ষেপ করতে চলেছে? শেষ পর্যন্ত বুধবার দিল্লির প্রবর্তন ভবনে ইডির অফিসে যান সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। আর এখানেই গ্রেফতার হলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊