আক্রমণ হলে তাঁর ফল হবে সুদূপ্রসারী,১০ ই মার্চের ধর্মঘট নিয়ে হুশিয়ারি বৃহত্তর যৌথ মঞ্চের

sangrami joutha mancha


জলপাইগুড়িঃ 

প্ররোচনায় পা দেবো না, তবে আক্রমণ হলে তাঁর ফল হবে সুদূপ্রসারী,১০ ই মার্চের ধর্মঘট নিয়ে হুশিয়ারি বৃহত্তর যৌথ মঞ্চের।


আগামী ১০ ই মার্চ ধর্মঘট প্রসঙ্গে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত সরকারী কর্মীদের বৃহত্তর যৌথ মঞ্চের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মনোভাব ব্যক্ত করেন নেতৃত্ব।


এদিনের এই সাংবাদিক সম্মেলনে ১২ ই জুলাই কমিটির জেলা সম্পাদক সহ্ শিক্ষক সমিতি, এবং অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।