Ramadan: শুরু হয়েছে রমজান মাস, জানুন রোজার নিয়ত-সহ অন্যান্য প্রয়োজনীয় দোয়া

Ramadan



আকাশে উঠেছে চাঁদ কাল থেকে রমজান মাস (Ramadan)। ভোর রাতে সেহরি খেয়ে কাল থেকে রোজা রাখবে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা । রোজা রাখার কিছু নিয়ম আছে। ভোর রাতে খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয় এরজন্য একটি দোয়া আছে। এরপর সারাদিন রোজা রাখার পর ইফতার করা হয় মাগরিবের নামাজের পর। ইফতারের দোয়া রয়েছে। পাশাপাশি এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়তে হয়। চলুন জেনে নেওয়া যাক সেই দোয়া: 

 

রোজার নিয়ত

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রামাদ্বানাল মুবারাকি ফারদ্বাকাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামীউল আলীম।



ইফতারের দোয়া

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলারিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।




তারাবিহ নামাযের নিয়ত

বাংলা উচ্চারণ : নাওয়াতু আন্ উছাল্লিয়া লিল্লা-হি তা'আ-লা-রাক'আতাই ছলা-তিত্-তারা-ওয়ি’হ্ সুন্নাতু রাসুলিল্লাহি তা'আ-লা-মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বা'বাতিশ শারীফাতি আল্লা-হু আকবার।




তারাবিহ নামাযের দোয়া বাংলা উচ্চারণ : সুবহা-না যিল মুলকি ওয়াল্ মালাকুতি সুবহা-না যিল ইয্যাতি ওয়াল আমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদ্রাতি ওয়াল কিরিয়া-ই ওয়াল জাবারুত। সুবহা-নাল মালিকিল হ্যায়িল্লাযী লা-ইয়ানামু ওয়ালা ইয়ামৃতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-ইকাতি ওয়াররুহ।




তারাবিহ নামাযের মুনাজাত

বাংলা উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্না-না আলুকাল জান্নাতা ওয়া না’উযুবিকা মিনান্না-র । ইয়া-খা-লিকাল জান্নাতি ওয়ান্না-র। বিরাহমাতিকা ইয়া আযীযু ইয়া-গাফ্ফার। ইয়া-কারীমু ইয়া সাত্তার। ইয়া-রাহীমু ইয়া জাব্বার । ইয়া-খা-লিকু ইয়া বার্। আল্লা-হুম্মা আজিরনা মিনান্না-র। ইয়া-মুজীরু ইয়া-সুজীরু ইয়া-মুজীর। বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমীন।