Strike 10 march : অফিসে না আসলে ব্যবস্থা নেওয়ার হুমকি, যৌথ মঞ্চের বনধ ব্যর্থ করতে তৎপর তৃণমূল

Dinhata



দিনহাটা

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটে যাতে কোন সরকারি কর্মী অংশ না নেয় তার জন্য বিভিন্ন অফিসে গিয়ে তৃণমূল ও দলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অফিসে গিয়ে কর্মীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। 



তৃণমূল নেতা বিশু ধর, সুদেব কর্মকার, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, নৃপেন দেবনাথ প্রমুখরা SDO অফিস থেকে শুরু করে BDO অফিস সহ বিভিন্ন স্কুল ও অন্যান্য অফিসে গিয়ে রীতিমত কর্মীদের সতর্ক করে দেন পাশপাশি অফিসে না আসলে ব্যাবস্থা নেওয়ার ও হুমকি প্রদান করেন। কোনভাবেই যাতে সরকারি অফিসের কর্মীরা আগামীকাল শুক্রবারের ধর্মঘটের শামিল না হয় তার জন্য তারা এই আবেদন জানান।


প্রসঙ্গত, আগামীকাল 10ই মার্চ কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীচারী সংগঠন। এদিকে, এদিনেই স্কুলের প্রধান শিক্ষকরাও স্কুল যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ডিএ-র দাবিতে সেই ধর্মঘট চললেও SDO অফিস থেকে শুরু করে BDO অফিস সহ বিভিন্ন স্কুল ও অন্যান্য অফিসে গিয়ে রীতিমত কর্মীদের সতর্ক করে দেন ধর্মঘট না করার।