DA নিয়ে ধর্মঘটের দিনেই উত্তরপত্র বিলি, কড়া বিজ্ঞপ্তি পর্ষদের
আগামীকাল ১০ই মার্চ রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের ধর্মঘট অন্যদিকে এদিনেই মাধ্যমিকের উত্তরপত্র বিলি করবে মধ্যশিক্ষা পর্ষদ। ধর্মঘটের মাঝে উত্তরপত্র বিলি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা তার দিকেই তাঁকিয়ে ছিল সকলেই। এর মাঝেই সেই পরিস্থিতিতে ঝামেলামুক্তভাবে উত্তরপত্র বিলি করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ করা হল। সেইসঙ্গে পড়ুয়া এবং সমাজের স্বার্থের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম যে 'জরুরি এবং বাধ্যতামূলক', তা পর্ষদের তরফে স্মরণ করিয়ে দেওয়া হল।
মূল পরীক্ষক, পরীক্ষক, জেলা আহ্বায়ক এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে ১০ মার্চ, ১১ মার্চ, ১৩ মার্চ, ১৫ মার্চ এবং ১৯ মার্চ উত্তরপত্র বিলি করা হবে। উত্তরপত্র বিলি নির্বিঘ্নে করতে পর্ষদে বার্তা দেওয়া হয়েছে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, পড়ুয়া এবং বৃহত্তর সমাজের স্বার্থে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও কাজ অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক। ২০০৪ সালের মধ্যশিক্ষা পর্ষদ (শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের আচরণ এবং শৃঙ্খলা) নিয়মের ১৭ (২) এবং ১৯ ধারার আওতায় সেই বিষয়ে পদক্ষেপ করা হয় বলে জানিয়েছে পর্ষদ। সেইসঙ্গে পর্ষদের তরফে মূল পরীক্ষক এবং পরীক্ষকদের 'উপযুক্তভাবে কাজ করা' এবং উত্তরপত্র বিলি ও গ্রহণের আর্জি জানানো হয়েছে।
সুষ্টভাবে সকল প্রকার বন্দোবস্ত ও উত্তরপত্র বিলি করতে বার্তা দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊