পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুড়ে মারার অভিযোগ দায়ের থানায় 

brutally pelting stones at a street dog



জলপাইগুড়ি শহরে পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুড়ে মারার অভিযোগে শুক্রবার জলপাইগুড়ির মহামায়া পাড়ার এক যুবকের নামে জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল এনিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সদস্যরা।

অভিযোগ, জলপাইগুড়ির মহমায়া পাড়া এলাকার এক যুবক একটি বড় পাথর নিয়ে পথ কুকুরকে ছুড়ে মারে এবং তার ভিডিও ধারণ করে। পরবর্তীতে একটি সোশাল সাইটে তা ভাইরাল হয়।

আর এই ভিডিওটি দেখে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি এনিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সদস্যরা জলপাইগুড়ি কতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করে এবং ঐ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।