Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাছের সাথে অল্টোর ধাক্কায় মৃত্যু হল চালক ও সদ্য বিবাহিত গৃহবধুর

গাছের সাথে অল্টোর ধাক্কায় মৃত্যু হল চালক ও সদ্য বিবাহিত গৃহবধুর





বেরুবাড়ী এলাকার আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে গাছের সাথে অল্টোর ধাক্কায় মৃত্যু হল চালক ও সদ্য বিবাহিত গৃহবধুর, বুধবার এই ঘটনায় ‌চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা গেছে, জলপাইগুড়ির পূর্ব সেনপাড়ার বাসিন্দা মিঠু শিকদার অল্টো ভাড়া করে জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকায় একজন ‌আত্মীয়র বাড়িতে যান। মঙ্গলবার গভীর রাতে আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে জলপাইগুড়ির রাখালদেবী এলাকায় একটি গাছের সাথে অল্টোটি ধাক্কা মারে।

ঘটনার‌ খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আহতদের উদ্ধার ‌করার চেষ্টা করে কিন্তু গাড়িতে থাকা চালক অমৃত মল্লিক ও‌ সদ্য বিবাহিত মিঠু শিকদারের স্ত্রী ঘটনাস্থলে মারা যায়।

অপর দিকে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে। এইদিন সকালেই ঐ দুইজনের বাড়িতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর স্বরূপ মন্ডল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code