১ম বর্ষ দিনহাটা মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Annual sports




নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আগামী ৭ই ফ্রেব্রুয়ারী ২০২৩ ইং নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের মাঠে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে দিনহাটা মহকুমা প্রাথমিক ক্রীড়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় প্রাথমিক, নিম্ন - বুনিয়াদী, মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের ( বিশেষ চাহিদা সম্পন্ন সহ ) ১ম বর্ষ মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।



প্রসঙ্গত বিগত দুবছর করোনা করালগ্রাসে রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলির পঠন পাঠনের পাশাপাশি বন্ধ ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবারে বেশকিছু নিয়মাবলীর বদল ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহকুমা পর্যায়ের খেলা। দিনহাটা মহকুমার তিনটি ব্লকের মোট ৭টি চক্র সম্পদ কেন্দ্রের খেলার প্রথম স্হান দখলকারী শিক্ষার্থীরা এই খেলায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন দিনহাটা মহকুমা ক্রীড়া পরিচালন কমিটির যুগ্ম কো অর্ডিনেটর বাপ্পাদিত্য রায়। 



তিনি জানান " আগামী ৭ ফ্রেব্রুয়ারী নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে মহকুমা পর্যায়ের খেলা। সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্র ছাত্রী,অভিভাবক ও অভিভাবিকা ও শিক্ষানুরাগী ব্যক্তির উপস্থিতি ও সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক এই কামনা করছি। "