Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee D. Litt: 'যোগ্য নেত্রী বলেই ডিলিট': সুজন, টুইট শুভেন্দুর

Mamata Banerjee D. Litt: 'যোগ্য নেত্রী বলেই ডিলিট': সুজন, টুইট শুভেন্দুর 

D.litt


গতকাল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ডি-লিট গ্রহন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পর সেন্ট জেভিয়ার্স মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী তা গ্রহনে রাজি হন। সোমবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে ডিলিট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর ডি-লিট প্রাপ্তির দিনে প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্তমান রাজ্যপাল। উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনাও টেনেছেন তিনি।



সুজন চক্রবর্তী এদিন টুইট করে বলেছেন, 'যোগ্য নেত্রী বলেই মমতা ডি-লিট পেয়েছেন', চমৎকার। এর আগে বিরোধী নেত্রী মমতা পিএইচডি পেয়েছিলেন। অস্বিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি ডিগ্রি। '



পাশাপাশি শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, 'অনুষ্ঠানে মাননীয় রাজ্যপালের বক্তৃতা শুনে মনে হচ্ছিল যেনও, তিনি প্রথাগত বক্তৃতার রিহার্সাল করছেন। যা মূলত তিনি রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের শুরুতে পাঠ করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code