Latest News

6/recent/ticker-posts

Ad Code

Governor C. V. Ananda: শিক্ষা একটি জীবন পরিবর্তনের সূচক: রাজ্যপাল

Governor C. V. Ananda: শিক্ষা একটি জীবন পরিবর্তনের সূচক: রাজ্যপাল  

Governor



শিক্ষা একটি জীবন পরিবর্তনের সূচক। সাধারণ মানুষ কীভাবে জীবনের সমস্যা সমাধান করেন তা থেকেও শিক্ষা নিতে হবে। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস কথাগুলি বলেন।



এদিনের সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দেন অমিতাভ ঘোষ।এবারের সমাবর্তনে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ; সঙ্গীতজ্ঞ পন্ডিত অজয় চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট দেওয়া অর্পণ করা হয়। ডি এস সি দেওয়া হয় বিজ্ঞানী শুভাশিস চৌধুরী ও অধ্যাপক সুমন কুমার ধরকে।



এদিন রাজ্যপাল তার ভাষণে আরো বলেন; জীবন এবং প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক।জ্ঞানকে কার্যক্রমে রূপান্তরিত করতে হবে।কী করতে হবে ; কী করা যাবে না এবং কখন করতে হবে সেটাই বড় কথা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code