Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদির দূত কর্মসূচিতে জেলা মহিলা সভানেত্রী, ড্রেন থেকে পথবাতির অভিযোগ স্থানীয়দের, মিলল আশ্বাস

দিদির দুত কর্মসূচির আয়োজন হিলি তৃণমূল কংগ্রেসের,উপস্থিত জেলা মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী

দিদির দূত

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের কালিবাড়ি মন্দিরে পুজো দেয়ার পর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দিদির দুত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অন্তর্গত বাড়ি বাড়ি জনসংযোগ ও মানুষের সমস্যা গুলি লিপিবদ্ধ করেন এবং সমাধানের পথ দেখান। 



এ বিষয়ে স্থানীয় জনগণের ড্রেন ও পথবাতি নিয়ে সমস্যার কথা জানালে তৎক্ষণা ছুটে যান পঞ্চায়েতের প্রধানের নিকট। এবং দ্রুত সারাই করবার জন্য আলোচনা করেন। এরপর পঞ্চায়েত প্রধানের আশ্বাস মেলায় অবশেষে জনগণকে আশ্বস্ত করেন এবং মাতাস বাজারে একটি সভার মাধ্যমে আজকের দিনের দিদির দুত কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।



এ বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী ঠিক কি জানালেন শুনে নেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code