Toilet Online Apply West Bengal 2023
ভারত সরকার ভারতের নিম্নবিত্ত মানুষকে স্বাস্থ্যকর শৌচাগার বানানোর জন্য ১২,০০০ টাকা অনুদান দিয়ে থাকে। এই শৌচাগারের জন্য আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলে অনলাইনে (Toilet Online Apply) আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন (Toilet Online Apply) ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদনের জন্য যে ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে-
১) আধার কার্ড
২) ব্যাঙ্কের পাশবই
কীভাবে আবেদন করবেন? এই জন্য প্রথমেই আপনাকে Swachh Bharat Mission (Gramin) – Phase II এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (নিউজের শেষে লিংক দেওয়া রয়েছে)।
এরপর এখানে মোবাইল নাম্বার, নাম, লিঙ্গ, ঠিকানা ও রাজ্যের নাম বসিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এরপর লগইন করুন।
লগইন আইডি হলো আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড হলো মোবাইল নাম্বার এর শেষ ৪টি সংখ্যা।এরপর New Application এ ক্লিক করে, রাজ্য,জেলা,ব্লক,অঞ্চল,গ্রাম ইত্যাদি তথ্য দিন। এরপর নাম ও আধার কার্ড নাম্বার ও বাবা/স্বামীর নাম দিন।
এবার ব্যাঙ্কের নাম, নাম্বার ইত্যাদি তথ্য ভালোভাবে দিয়ে দিন (Bank Account Details) এবং তারপর সাবমিট করুন । আপনার রেজিষ্ট্রেশন হয়ে যাবে।
PM Toilet Online Apply West Bengal Link:- Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊