টাকার অভাবে মায়ের মৃতদেহ কাঁধে তুলে বাড়ির পথে রওনা হলেন এক ব্যক্তি
সরকারি হাসপাতাল থেকে মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পকেটে তিন হাজার টাকা নেই। টাকা ছাড়া মৃতদেহ নিয়ে যেতে নারাজ অ্যাম্বুলেন্সের চালক। বাধ্য হয়ে মায়ের মৃতদেহ কাঁধে তুলে বাড়ির পথে রওনা হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার অমানবিক এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরে।
মায়ের মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাওয়ার মতো অমানবিক দৃশ্য দেখে স্তম্ভিত জলপাইগুড়ি শহরের মানুষ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে।
ডুয়ার্সের ক্রান্তি এলাকার বাসিন্দা রামপ্রসাদ দেওয়ান তাঁর ৭২ বছরের মা লক্ষ্মীরানী দেবীকে ভর্তি করেছিলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মায়ের।
এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে গেলে চালক তিন হাজার টাকা দাবি করে। রামপ্রসাদ জানান তাঁর কাছে ১২০০ টাকা রয়েছে। যদিও এই টাকায় অ্যাম্বুলেন্স চালক মৃতদেহ নিয়ে যেতে নারাজ হয়। বাধ্য হয়ে মায়ের মৃতদেহ ঘাড়ে করে বাড়ির পথে রওনা হন রামপ্রসাদ। তাঁর বাবাও স্ত্রীর মৃতদেহ পায়ের দিকে আগলে ধরেন।
এমন অমানবিক ঘটনার কথা শুনে শববাহী গাড়ি নিয়ে ছুটে আসেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অঙ্কুর দাস। তিনি বলেন, সংস্কৃতির শহর জলপাইগুড়িতে এমন অমানবিক দৃশ্যের কথা কখনও ভাবাই যায় না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊