Big News: ফের চাকরি বাতিল, বন্ধ বেতনও, ৫৯জনের চাকরি বাতিলে অনড় হাইকোর্ট
Calcutta High Court |
আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানিতে চাকরি বাতিল হল ৫৯ জনের। সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট।
প্রাথমিকের শিক্ষক (Primary Teachers) নিয়োগের মামলায় ৫৯ শিক্ষকের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু চাকরি বাতিল নয়, বেতনও বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি। আগের ১৯৩ সহ বাতিলের তালিকায় পড়লেন মোট ২৫৫ জন৷
এর আগে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেয় সেই চাকরি বাতিল নির্দেশে। সুপ্রিমকোর্টের তরফে ২৬৯ জনের বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাই কোর্টকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হলফনামা জমা দেওয়া ৫৪ জনের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। ৫৩ জন আদালতে উপস্থিত ছিলেন। হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি।
এরপর মোট ১৪৩ জন নথি খতিয়ে দেখানোর নির্দেশ মেনে আদালতে আবেদন করেন৷ বিচারপতি সেই আবেদনও খতিয়ে দেখে এদের মধ্যে ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় থাকেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে চাকরি বাতিলের তালিকায় পড়লেন মোট ১৯৩ জন (Primary Teachers)৷
এরপর আজ বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হয়। তবে চাকরি পাওয়ার মত তেমন উপযুক্ত কারণ দেখাতে না পারায় ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কর্মরত বাকি ২ জন শিক্ষকের মামলা পরবর্তী শুনানির দিন শোনা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊