Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাবার স্মৃতির উদ্দেশ্যে দুই কন্যার প্রশংসনীয় উদ্যোগ

বাবার স্মৃতির উদ্দেশ্যে দুই কন্যার প্রশংসনীয় উদ্যোগ



sumita



উত্তর চব্বিশ পরগণার ইছাপুরে বাড়ি সুমিতা বণিকের। সুমিতা বিবাহ সূত্রে বর্তমানে রয়েছেন দিনহাটার বাসন্তীরহাটে। এখানেই তার শ্বশুর বাড়ি। আজ বাসন্তীরহাটের বাড়িতে সুমিতা এবং তার একমাত্র বোন মৌমিতা পিতার স্মৃতির উদ্দেশ্যে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করলেন।

moumita


প্রায় শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করে সুমিতা জানান- "বাবা গিরিধারি বনিক তিন বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলেগেছেন। বাবার স্মৃতির উদ্দেশ্যে আজ দুই বোন মিলে কিছু মানুষকে শীতবস্ত্র বিতরণ করলাম। সামান্য এই সেবা করতে পারে ভালো লাগছে। আগামীতেও এইভাবে মানুষের পাশে থাকবার ইচ্ছা রয়েছে।"

সুমিতার স্বামী মিহির সরকার জানান- ' সুমিতা এবং মৌমিতা নিজেদের উদ্যোগে আজ শীতবস্ত্র বিতরণ করেছে। তাঁদের দুজনের এই কাজে সম্পূর্ণ সহযোগিতা করতে পেরে আমি এবং আমার পরিবারের ভালো লাগছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code