Shah Rukh Khan: এবার কিং খানকে মৃত্যুর হুমকি
২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক দেখা দিয়েছে ব্যাপকভাবে। দীর্ঘ চার বছরের খরা কাটিয়ে বড় পর্দায় শাহরুখকে দেখার অপেক্ষায় ভক্তরা। পাঠানের (Pathan) প্রথম গান প্রকাশ্য আসতেই ঝড় উঠেছে তবে বিতর্ক হচ্ছে বিস্তর। এই ছবি (Pathan) বন্ধের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে চর্চ্চা তুঙ্গ। বয়কটের ডাকও উঠেছে।
বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। সোমবার বিধানসভার স্পিকার গিরিশ গৌতম চ্যালেঞ্জ জানান শাহরুখকে। ট্যুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ ছবির বিরুদ্ধে সরব হয়েছেন। সরব হয়েছেন শাহরুখও।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অযোধ্যার এক সাধু পরমহংস আচার্য্যকে বলতে শোনা যাচ্ছে যে, 'আজ আমরা ওর ছবির পোস্টার পুড়িয়েছি। 'পাঠান' ছবিটা গেরুয়া রংকে অসম্মান করেছে। আমার সঙ্গে যদি জিহাদি শাহরুখ খানের কোথাও দেখা হয়, তাহলে আমি ওকে জীবন্ত জ্বালিয়ে দেবো।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊