Primary TET Scam: জরিমানা করে ৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 


High Court, Primary Education
Calcutta High Court


ফের চাকরি বাতিল প্রাথমিকে। এর আগে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেয় সেই চাকরি বাতিল নির্দেশে। সুপ্রিমকোর্টের তরফে ২৬৯ জনের বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাই কোর্টকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে।



হলফনামা জমা দেওয়া ৫৪ জনের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। ৫৩ জন আদালতে উপস্থিত ছিলেন। হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। অনুপস্থিত থাকা ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আজ ফের ৫৩ জনের চাকরি বাতিল হল। নিশ্চিতভাবেই এই সংখ্যা আরও বাড়বে। এনারা নিজেদের সাপেক্ষে প্রমান দেখাতে পারেনি, তাই চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।