শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি, মেনে নিল কমিশন
শিক্ষক নিয়োগের পর শিক্ষাকর্মী নিয়োগেও মে দুর্নীতি হয়েছে তার মেনেই নিল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ১০০ জন গ্রুপ ডি কর্মীর ওএমআর শিট প্রকাশ করেছে আর তাতেই প্রকাশ্যে এসেছে দুর্নীতি। প্রকাশিত ১০০ ওএমআর শিটের মধ্যে ৯৪ জনই পেয়েছে ০। অথচ কমিশনের সার্ভারে নম্বর ৪৩। অপর ছয়জনের ৫জন পেয়েছে ১ অথচ কমিশনের সার্ভারে নম্বর ৪৩।
বিতর্কিত ১০০জনের মধ্যে ৫০জনই পেয়েছেন নিয়োগের সুপারিশপত্র। বিতর্কিত ১০০জনের মধ্যে বাকি ৫০জন আছেন ওয়েটিং লিস্টে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক নজিরবিহীন তথ্য আদালতে বারবার প্রশ্নের মুখোমুখি করছে কমিশনকে।
একের পর এক যখন শিক্ষক-শিক্ষিকার চাকরি বেআইনি সুপারিশে হয়েছে বলে নজরে আসছে এই পরিস্থিতিতে এবার গ্রুপ ডি কর্মীর (Group D Scam) চাকরি যাওয়ার আভাস মিলছে। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন হাই স্কুল ও জুনিয়ার হাই স্কুলে কর্মরত গ্রুপ ডি-র (Group D Scam) কর্মীদের ১৬৯৪ জনের নাম রয়েছে সেই তালিকায় এমনটাই জানা যাচ্ছে।
রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এনিয়ে প্রত্যেক জেলা পরিদর্শকের দপ্তরে জানিয়ে দিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ। এরপরেই কোচবিহার জেলা পরিদর্শকের দপ্তর সংশ্লিষ্ট স্কুল গুলোকে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। জেলা পরিদর্শক দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সংশ্লিষ্ট স্কুলের গ্রুপ ডি কর্মীকে আগামী ৩ দিনের মধ্যে আদালত থেকে পাওয়া ১৬৯৪ জনের তালিকা ও রায়ের কপি দিতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊