Primary TET Practice Set : Last Minute Suggestion
প্র্যাকটিস সেট 1
বাংলা
পাঠ্যাংশটি পড়ে নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন।
আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত—যারা 'লোকহিতায় এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু খটমট ভাষা—যা প্রাকৃতিক, কল্পিত মাত্র, তাকে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে কর, তবে লেখবার বেলাও একটা কিম্ভুত কিমাকার
উপস্থিত কর? যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা কর, দশজনে বিচার কর, সে ভাষা কি দর্শন। বিজ্ঞান লেখবার ভাষা নয়? স্বাভাবিক সে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি। সেই ভাষা, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর। যেমন অল্পের মধ্যে অনেক। আমাদের ভাষা সংস্কৃতর ওই এক গোদাই লস্কর চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ।
1) প্রাচীন ভারতবর্ষে বিদ্বান ও সাধারণের মধ্যে দুস্তর ব্যবধানের কারণ-
A) সংস্কৃত ভাষা দুর্বোধ্য ছিল
B) সাধারণ মানুষ বিধানের সঙ্গে দূরত্ব অনুভব করত
C) দুটোই ঠিক
D) কোনটাই ঠিক নয়
Ans- A) সংস্কৃত ভাষা দুর্বোধ্য ছিল
2) চলিত ভাষা কি পাণ্ডিত্যের পরিপন্থী
A) হ্যাঁ
B) না
C) পরিপূরক
D) পরিপন্থী
Ans- B) না
3) প্রাচীনকালে বিদ্যা শিক্ষার একমাত্র উপায় ছিল -
A) সংস্কৃত ভাষা
B) চলিত ভাষা
C) সংস্কৃত ও চলিত ভাষা
D) নিজস্ব ভাষা
Ans- A) সংস্কৃত ভাষা
4)বিদ্যা' শব্দের পদান্তর হল-
A) বিদ্যার্থী
B) বিদ্বান
C)বিদ্বেষ
D)বিদ্যে
Ans - B) বিদ্বান
5)‘গোদাই লস্কর চাল’–এর অর্থ কী ?
A) দ্রুত গতি
B) ধীরে ধীরে
C) আস্তে বা ধীরগতি
D) সবগুলি
Ans-C) আস্তে বা ধীরগতি
6)গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল—
A) গো + এষণা
B) গ + এষণা
C) গো + এসনা
D) গো + আসনা
Ans- A) গো + এষণা
7)বুদ্ধ-রামকৃষ্ণ-চৈতন্য কোন্ ভাষায় শিক্ষা দিয়েছেন?
A) সংস্কৃত ভাষা
B) চলিত বা কথ্য ভাষা
C) সংস্কৃত ও চলিত ভাষা
D) নিজস্ব ভাষা
Ans-B) চলিত বা কথ্য ভাষা
পাঠ্যাংশটি পড়ে নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন।
‘রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও
বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও??
‘ওই যে দূরে মাঠের পারে সবুজঘেরা গাঁ,
কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা,
সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া,
সাঁঝ-আকাশে ছড়িয়ে পড়া, আবির রঙে নাওয়া,
সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা,
সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না।'
8) এই পদ্যাংশটি নেওয়া হয়েছে—
A) 'রাখাল ছেলে’ থেকে
B) ‘বিন্দুর ছেলে’ থেকে
C) ‘দেখব এবার জগৎটাকে’ থেকে
D) 'সকল দেশের সেরা’ কবিতা থেকে
Ans- A) 'রাখাল ছেলে’ থেকে
9) কবিতাটির লেখক
A) কাজি নজরুল ইসলাম
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) সত্যেন্দ্রনাথ দত্ত
D) জসীমউদ্দীন
Ans-D) জসীমউদ্দীন
10) ‘বারেক’ শব্দের অর্থ-
A) একবার
B) বারবার
C) আবার
D) কোনোটিই নয়
Ans- A) একবার
11) ‘গাঁ’ শব্দটির অর্থ কী?
A) গ্রাম
B) গোলমাল
C) দেহ
D) কোনোটিই নয়
Ans-A) গ্রাম
12) কবিতাংশটিতে উল্লিখিত গাঁয়ের পথটি—
A) বাঁকা
B) লম্বা-লম্বি
C) সোজা
D) মাটির
Ans- A) বাঁকা
13) রাখাল ছেলে যে পথে যাচ্ছে সেই পথটি
A) বাঁকা
B) সোজা
C) গাঁয়ের পথ
D) মাটির পথ
Ans-A) বাঁকা
14) কবি জসীমউদ্দিনের একটি বিখ্যাত কাব্য হল—
A) সোনার তরী
B) আবোল-তাবোল
C) নকশি কাঁথার মাঠ
D) বিষের বাঁশি
Ans -C) নকশি কাঁথার মাঠ
15) কবিতাংশটি প্রাথমিকে কোন শ্রেণীর পাঠের অন্তর্গত?
A) প্রথম শ্রেনী
B) পঞ্চম শ্রেণী
C) চতুর্থ শ্রেনী
D) তৃতীয় শ্রেনী
Ans-B) পঞ্চম শ্রেণী
Part - B
16) ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায়—
A) ভাষার উপলব্ধি
B) উচ্চারণ সামর্থ্য অর্জন
C) শব্দভাণ্ডারের বিকাশ
D) সবগুলি
Ans-D) সবগুলি
17) ভাষা শিক্ষণের নীতি বলতে বোঝায়—
A) শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে
B) শিখন পদ্ধতিকে
C) শিক্ষণ কৌশলকে
D) শিক্ষা সহায়ক উপকরণকে
Ans-A) শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে
18) বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে?
A) ১৯৩৭
B) ১৯৪০
C) ১৯৪২
D) ১৯৪৮
Ans-D) ১৯৪৮
19) শ্রোতার মনোযোগের উপর শ্রবণের কী নির্ভর করে?
A) কার্যকারিতা
B) শ্রুতিমাধুর্য
C) স্থায়িত্ব
D) তীব্রতা
Ans-A) কার্যকারিতা
20) ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হল—
A) ব্যাকরণের নিয়মনীতি সম্পর্কে শিক্ষার্থীদের
অবহিত করানো
B) বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয়
অধিগত করানো
C) বিভিন্ন সূত্র মুখস্থ করানো
D) ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া
Ans-B) বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো
21) বৈচিত্র্যযুক্ত শ্রেণিকক্ষে একজন শিক্ষক–
A) যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি
গুরুত্ব দেবেন
B) যারা উন্নত মেধাসম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন
C) শিক্ষক নিজের মতো করে শিক্ষণ চালাবেন
D) সবাইকে সমান গুরুত্ব দেবেন
Ans-B) যারা উন্নত মেধাসম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন
22) ভাষার কয়টি রূপ?
A) একটি
B) দুটি
C) তিনটি
D) চারটি
Ans- B)দুটি
23) শ্রেণিকক্ষে প্রধানতম শিক্ষাসহায়ক উপকরণ হল -
A) পাঠ্য পুস্তক
B) বোর্ড
C) মডেল
D) চার্ট
Ans- A) পাঠ্য পুস্তক
24) সূক্ষ্ম বিচারে রাঢ়ী উপভাষার কটি ভাগ ?
A) চারটি
B) দুটি
C) তিনটি
D) পাঁচটি
Ans-A) চারটি
25) ভাষার বৃত্তি হল -
A) শিশুর প্রয়োজন বা চাহিদাপূরণে হাতিয়ার
B) শিশুর ভাষা শেখার হাতিয়ার
C) ভাষা প্রয়োগের হাতিয়ার
D) কোনোটিই না
Ans-A) শিশুর প্রয়োজন বা চাহিদাপূরণে হাতিয়ার
26) পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয়-
A) পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে
B) শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে
C) শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে
D) কোনোটিই নয়
Ans- A) পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে
27) বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে?
A) সংস্কৃত
B) শৌরসেনী প্রাকৃত
C) মাগধী প্রাকৃত
D) অর্ধমাগধী প্রাকৃত
Ans- C) মাগধী প্রাকৃত
28) শিক্ষামূলক ভ্রমণ কি ধরনের প্রদীপন?
A) দৃশ্য
B) শ্রাব্য
C)দৃশ্য ও শ্রাব্য
D)সক্রিয়তা ভিত্তিক
Ans -D)সক্রিয়তা ভিত্তিক
29)পৃথিবীর প্রায় সব দেশেই ভাষার কয়টি রূপ লক্ষ করা যায়?
A) তিনটি রূপ
B) চারটি রূপ
C) দুটি রূপ
D) ছয়টি রূপ
Ans- C) দুটি রূপ
30) মূল আর্য ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়?
A) দশটি
B) পাঁচটি
C) আটটি
D) তিনটি
Ans-A) দশটি
আরও পড়ুন ঃ Primary TET : বাংলা ব্যাকরণের MCQ , উত্তর সহ
English
Directions: Read the following passage and answer the questions (Q. Nos. 1 to 10) by selecting the most appropriate option.
During the reign of king Veer, there lived a wise magistrate. Haripant's verdicts were always just and people from all over vast kingdom came to him in ordered to settle their disputes. In the city where Haripant lived, there was a greedy ghee merchant named Niranjan. He always kept twenty barrels of ghee. Of these, fifteen would contain good quality ghee and the remaining could be adulterated. He would mix the two and sell it. This went on for a long time, till finally the people fed up of being cheated, complained to Haripant.
Haripant had the ghee examined and found to it be adulterated. He gave Niranjan a choice of punishment-drink the five barrels of adulterated ghee from his shop, or receive a hundred lashings, or pay a thousand gold coins to the treasury. Niranjan thought for a while. Losing a thousand gold coins was too much and a hundred lashings too painful. So he decided to drink the five barrels of ghee. Though Niranjan sold adulterated goods in his shop, he made sure his own food was of the best quality. So after drinking one barrel of ghee he began to feel sick. By the second barrel, he was vomiting. At this point he decided to opt for the lashings instead. But he was pampered and his body was unused to any harsh treatment. After ten lashes, he started trembling and by twenty he was giddy. 'Stop!" he screamed. 'I will pay the thousand gold coins!' And he handed them over.
So he ended up suffering all three punishments, something he did not forget in a hurry and the people of the city got to use only the best quality in their food from then on.
1) Why was Sean reluctant to take Luke along?
A) Because he was a selfish man
B) He feared that Luke's reaction may alen the Emperor's men
C) Because Luke could harm him
D) He wanted to bring fruits for Luke himself
Ans-B) He feared that Luke's reaction may alen the Emperor's men
2) Luke remained behind at the orchard because he
A) was greedy and wanted to collect more fruits
B) waited for the Emperor's men to arrest him
C) lost his composure and started expressing his feeling loudly
D) had waited for his uncle return
Ans-C) lost his composure and started expressing his feeling loudly
3) Which of the following is not true in the context of the passage?
A) Sean was a poor and suffering man
B) Luke came to know about the orchard from his uncle
C) Luke was finally set free
D) Both Sean and Luke collected fruits from Emperor's orchard
Ans-D) Both Sean and Luke collected fruits from Emperor's orchard
4) Which is most same in meaning,
'Reluctant'
A) against
B) opposed
C) disinclined
D) go with
Ans- C) disinclined
5) Choose the most opposite word in meaning: BEST
A) Damaged
B) Inferior
C) Spoiled
D) Defective
Ans- B) Inferior
6) Choose the most similar word in meaning: CHEATED
A) Unfaithful
B) Blamed
C) Exploited
D) prevented
Ans- C) Exploited
7) Choose the most similar word in meaning: SUFFERING
A) Hardship
B) Hurting
C) Distressing
D) Experiencing
Ans- D) Experiencing
8) Choose the most opposite word in meaning: UNUSED
A) Accustomed
B) Routine
C) Often
D) Normal
Ans- A) Accustomed
9) Choose the most similar word in meaning: SETTLE
A)Resolve
B) Occupy
C) Compromise
D) Arrange
Ans- A)Resolve
10) How did Haripant arrive at the conclusion that Niranjan sold adulterated ghee?
A) Niranjan was ill when he drank the ghee from his shop
B) He had the ghee tested to see if it was adulterated
C) He trusted the word of those who had complained about him
D) He too was duped by Niranjan
Ans - B) He had the ghee tested to see if it was adulterated
Directions: Read the poem given below and answer the questions (Q. Nos. 11 to 15) by selecting the most appropriate option.
Memories from childhood stay with us forever,
Taking us where we have been and will go,
Pieces of life that live on and will never
Let us forget we were young long ago.
Sometimes I wander back into those shadows,
Quietly being who I used to be,
Bringing to life all the joys and the sorrows,
Days that can't die while they still live in me.
Holidays linger and happy times glisten;
I can see everyone active and well.
I can still hear them if only I listen,
Feeling each motion and breathing each smell.
Life has such treasures that time's always stealing;
Nothing can ever entirely stay.
While you are young, you can capture each feeling;
Make all the memories you can every day.
11) The speaker takes the point of view of someone who-
A) is very young
B) has had a hard life
C) can't remember much
D) is elderly
Ans-D) is elderly
12. According to the poem, our memories are-
A) lost as we age
B) less accurate over time
C) are an important part of who we are
D) not worth recalling
Ans- C) are an important part of who we are
13) The speaker says that-
A) some memories are happy/some unhappy
B) all memories should be happy
C) you should forget the past
D) we change the past by forgetting
Ans- A) some memories are happy/some unhappy
14) The speaker suggests that young people should-
A) ignore their friends and relatives if possible
B) only think about the future
C) appreciate the present to preserve it in their minds
D) try to help others stay active and healthy as they get older
Ans- C) appreciate the present to preserve it in their minds
15) The rhyme scheme of this poem is -
A) AABB
B) AAAB
C) ABAB
D) ABCA
Ans- C) ABAB
PART- B
16) "Language learning is a matter of habit formation."-Which school of psychology believe in this ?
A) Functionalist school
B) Cognitive school
C) Behaviourist school
D) Communicative school
Ans-C) Behaviourist school
17) Which one of the following is a CLT principle ?
A) To learn it is to do it
B) Repetition is absolutely necessary
C) Deductive method should be followed
D) Mistakes should not be tolerated
Ans- A) To learn it is to do it
18) Ram says to Lina: Excuse me, may I get some water? The function of this sentence is
A) asking for information
B) requesting
C) ordering
D) giving a statement
Ans- B) requesting
19) The grammar book by Nesfield is an example of-
A) Descriptive grammar
B) Prescriptive grammar
C) Generative grammar
D) Transformational grammar
Ans- B) Prescriptive grammar
20) Errors are-
A) defects in conception
B) made due to inattentiveness
C) mechanical mistakes
D) not important in language learning
Ans- A) defects in conception
21) Which statement is true for listening?
(i) Listening is a top-down processing
(ii) Listening is a bottom-up processing
A) only (i) is true
B) only (ii) is true
C) both (i) and (ii) are true
D) none is true
Ans- C) both (i) and (ii) are true
22) In the latest trend of language teaching, speaking is considered to be a/an-
A) passive skill
B) motor skill
C) active skill
D) receptive skill
Ans- C) active skill
23) Pupu needs to find out a specific telephone number from directory. What kind of reading he will employ in this task?
A) skimming
B) scanning
C) intensive reading
D) extensive reading
Ans- B) scanning
24) What is the smallest unit in writing for very young children?
A) letter and words
B) sentence
C) phrase
D) paragraph
Ans- A) letter and words
25) More recently, 'formative evaluation' is called
A) Evaluation for Learning
B) Evaluation of Learning
C) Evaluation of Skill
D) Evaluation for Skill
Ans- A) Evaluation for Learning
26) A teacher uses a report from a newspaper to teach how to write a report. So the teacher is making use of a/an-
A) authentic material
B) supporting document
C) parallel text
D) teaching aid
And - A) authentic material
27) The term 'remedial coaching' is used for the remedy of-
A) general students
B) abnormal/special students
C) autistic students
D) delinquent students
Ans- A) general students
28) Use of mother tongue is strictly prohibited in-
A) direct method
B) audio-lingual method
C) total physical response
D) grammar-translation method
Ans- A) direct method
29) Sanskrit, as well as Persian _______ taught here.
A) is
B) are
C) was
D) were
Ans- C) was
30) Which of the following is not a ballad?
A) 'La Belle Dame Sans Merei' by John Keats
B) 'The second coming' by William Butler Yeates
C) 'The Kirk of Scotland's Alarm' by Rob-ert Burns
D) 'Strang Meeting' by Wilfred Owen
Ans- D) 'Strang Meeting' by Wilfred Owen
শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান
1. আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল—
(A) চেতনার বিজ্ঞান
(B) আত্মার বিজ্ঞান
(C) আচরণের বিজ্ঞান
(D) মনের বিজ্ঞান
Ans- (C) আচরণের বিজ্ঞান
2. শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ -
(A) বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পৰ্কীয় তথ্য প্রত্যাশা করা যায়
(B) সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব
(C) প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব
(D) উপরের সবকটি
Ans-D) উপরের সবকটি
3. প্রাণীর প্রতিটি কোশ সমসংখ্যক কোশ দিয়ে তৈরি যার—
(A) অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে
(B) শিশুটি যদি পুরুষ হয় সেক্ষেত্রে তিন-চতুর্থাংশ আসে পিতার থেকে এবং এক-চতুর্থাংশ আসে মাতার থেকে
(C) শিশুটি যদি কন্যা হয় সেক্ষেত্রে তিন-চতুর্থাংশ আসে মাতার থেকে এবং এক-চতুর্থাংশ আসে পিতার থেকে
(D) উপরের কোনোটিই নয়
Ans- (A) অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে
4. সামাজিকীকরণ হল—
(A) একটি শিখন প্রক্রিয়া
(B) একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
(C) পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে
(D) উপরের কোনোটিই নয়।
Ans- A) একটি শিখন প্রক্রিয়া
5. পিয়াজেঁর মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন, সেগুলি হল—
(A) শিখন, আত্তীকরণ এবং সহযোজন
(B) শিখন, আত্তীকরণ এং সাংগঠনিকীকরণ
(C) আত্তীকরণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ
(D) শিখন, সংরক্ষণ এবং সাংগঠনিকীকরণ
Ans- C) আত্তীকরণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ
6. কোনটি সঠিক? শিখনের ফলে
(A) আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়
(B) আচরণে পরিবর্তন ঘটে
(C) অভিযোজনে সক্ষম হয়
(D) উপরের সবগুলি
Ans- D) উপরের সবগুলি
7. শিক্ষণ হল একটি বিজ্ঞান, কারণ-
(A) শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান
(B) শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য
(C) শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়
(D) উপরের সবগুলি
Ans- D) উপরের সবগুলি
8. ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায় হল
(A) অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) দৃশ্যরূপের স্তর (Iconic stage) → সাংকেতিক স্তর (Symbolic stage)
(B) দৃশ্যরূপের স্তর (Iconic stage) → অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) সাংকেতিক স্তর (Symbolic stage)
(C) অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) সাংকেতিক স্তর (Symbolic stage) →দৃশ্যরূপের স্তর (Iconic stage)
(D) কোনোটিই নয়
Ans- A) অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) দৃশ্যরূপের স্তর (Iconic stage) → সাংকেতিক স্তর (Symbolic stage)
9. প্রথা বহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয়-
(A) উচ্চশিক্ষার ক্ষেত্রে
(B) মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে
(C) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে
(D) পেশাগত শিক্ষার ক্ষেত্রে
Ans- A) উচ্চশিক্ষার ক্ষেত্রে
10. নীচের কোন্টি সঠিক নয়? নারীর বঞ্চনার কারণ হল-
(A) শিক্ষায় সমসুযোগের সুফল না পাওয়া
(B) উপার্জনের স্বাধীনতার অভাব
(C) দৈহিক দিক থেকে তারা দুর্বল
(D) জৈবিক অর্থাৎ লিঙ্গগত পার্থক্যের জন্য
Ans- D) জৈবিক অর্থাৎ লিঙ্গগত পার্থক্যের জন্য
11. ব্যক্তিগত পার্থক্যের পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে—
(A) প্রয়োজন হল ভিন্নকোশী যমজ ভিন্ন পরিবেশে বড়ো হয়েছে তাদের উপর পরীক্ষা
(B) প্রয়োজন হল সমকোশী যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের উপর পরীক্ষা
(C) প্রয়োজন হল সহোদর ভাইদের উপর পরীক্ষা
(D) প্রয়োজন হল সহোদর বোনেদের উপর পরীক্ষা।
Ans- B) প্রয়োজন হল সমকোশী যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের উপর পরীক্ষা
12. সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল
(A) যোগাযোগ ব্যকথা
(B) ব্যক্তিগত সম্পর্ক
(C) ভাষা
(D) বাসস্থানের নৈকট্য
Ans- C) ভাষা
13. চিন্তনের মূল উপাদান হল—
(A) প্রতীক
(B) মানুষ
(C) শব্দার্থবিদ্যা
(D) শিশু
Ans-A) প্রতীক
14. কোন্টি শিশু জন্মের প্রকারভেদ নয়?
(A) ব্রিচ বার্থ
(B) ট্রান্সভার্স বার্থ
(C) সিজারিয়ান বার্থ
(D) স্পন্টেনিয়াম বার্থ
Ans- (D) স্পন্টেনিয়াম বার্থ
15. ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে—তুমি কী করবে?
(A) তার প্রতি নজর রাখবে
(B) তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে
(C) তাকে বোঝাতে হবে খেলনা ভাঙা উচিত নয়
(D) ইরফানকে কখনও খেলনা দেওয়া হবে না
Ans- B) তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে
16. বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সংগীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হল—
(A) বিদ্যালয়ের নাম প্রচার করা
(B) পিতামাতার সন্তুষ্টি আনয়ন করা
(C) শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা
(D) বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান
Ans- C) শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা
17. RTE বলতে কী বোঝায়?
(A) শিক্ষার অধিকার
(B) প্রকৃত শিক্ষার অধিকার
(C) সঠিক সময়ে শিক্ষার অধিকার
(D) বিরল প্রকৃতির শিক্ষার অধিকার
Ans - A) শিক্ষার অধিকার
18. সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেষণার দ্বারা পরিচালিত হন?
(A) ব্যক্তিগত প্রেষণা
(B) সামাজিক প্রেষণা
(C) অভ্যন্তরীণ প্রেষণা
(D) বাহ্যিক প্রেষণা
Ans- C) অভ্যন্তরীণ প্রেষণা
19. বুদ্ধিকে কতগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
(A) দুটি
(B) চারটি
(C) তিনটি
(D) পাঁচটি।
Ans- B) চারটি
20. সঠিক উত্তরটি চিহ্নিত করো: চিন্তনের বৈশিষ্ট্য হল—
(A) উচ্চ শ্রেণির প্রাণীরা চিন্তনের অধিকারী।
(B) প্রশিক্ষণযোগ্য।
(C) বিশ্লেষণ, সংশ্লেষণ এবং সমস্যাসমাধানে সাহায্য করে।
(D) উপরের সবগুলি।
Ans- D) উপরের সবগুলি।
21. সমাজের চারটি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে কোন্টি লিঙ্গগত ভূমিকা নির্ধারণে সক্রিয় নয় ?
(A) পরিবার
(B) বাজার
(C) বিদ্যালয়
(D) সরকার।
Ans - C) বিদ্যালয়
22. একজন অপসংগতিপূর্ণ শিশুর মধ্যে কোন্ বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না?
(A) মানুষ ও পরিবেশের প্রতি ধ্বংসাত্মক ব্যবহার
(B) অন্তর্মুখিতা
(C) ভীরুতা
(D) সঠিকভাবে অন্যের প্রশংসা করা
Ans- D) সঠিকভাবে অন্যের প্রশংসা করা
23. সমাজে পশ্চাৎপদ গোষ্ঠীর ন্যায় নারীদের জন্যও শিক্ষা ও বৃত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করা
(A) করা প্রয়োজন
(B) থাকা উচিত নয়
(C) শিক্ষাতে সংরক্ষণ রাখা উচিত কিন্তু বৃত্তিতে নয়
(D) বৃত্তিতে সংরক্ষণ রাখা উচিত কিন্তু শিক্ষাতে নয়
Ans- D) বৃত্তিতে সংরক্ষণ রাখা উচিত কিন্তু শিক্ষাতে নয়
24. ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে—
(A) শিক্ষককে শ্রেণিশৃঙ্খলা আনয়নে সাহায্য করে
(B) শিক্ষককে পাঠদানে সাহায্য করে
(C) শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে শিক্ষককে সাহায্য করে
(D) কোনোটিই নয়
Ans- B) শিক্ষককে পাঠদানে সাহায্য করে
25. নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন—
(A) বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার
(B) আদর্শ নিৰ্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা
(C) নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা
(D) সবগুলি
Ans-(D) সবগুলি
26. শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে—
(A) শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী
(B) শিক্ষণ পরিস্থিতি অনুযায়ী
(C) শিক্ষকের ইচ্ছানুযায়ী
(D) শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী
Ans- A) শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী
27. সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার-
(A) ধনাত্মক এবং উচ্চ সম্পর্ক দেখা যায়
(B) ধনাত্মক কিন্তু নিম্ন মাত্রার সম্পর্ক দেখা যায়
(C) অল্প হলেও ঋণাত্মক সম্পর্ক দেখা যায়
(D) বিশেষ সম্পর্ক দেখা যায় না
Ans- D) বিশেষ সম্পর্ক দেখা যায় না
28. শিখনের কোন্ পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয় ?
(A) চেষ্টা ও ভ্রান্তি পদ্ধতি
(B) সক্রিয় অনুবর্তন পদ্ধতি
(C) অন্তর্দৃষ্টি পদ্ধতি
(D) প্রাচীন অনুবর্তন পদ্ধতি
Ans- (C) অন্তর্দৃষ্টি পদ্ধতি
29. নীচের কোন্টি শিক্ষণের বৈশিষ্ট্য নয়?
(A) শিখন প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে
(B) মনোবিজ্ঞানকেন্দ্রিক
(C) কমিউনিটিকেন্দ্রিক
(D) যে-কোনো ব্যক্তি দ্বারা এই কাজটি সম্পন্ন হতে পারে
Ans- D) যে-কোনো ব্যক্তি দ্বারা এই কাজটি সম্পন্ন হতে পারে
30. শিখন ত্রুটির প্রধান দিকগুলি হল—
(A) পঠনে ত্রুটি
(B) লিখনে ত্রুটি
(C) গণিত সংক্রান্ত ত্রুটি
(D) সবগুলি
Ans- D) সবগুলি
অংক
1. Communication is a means of persuasion to influence the other so that the desired effect is achieved “- উক্তিটি কার?
[A] Legans
[B] Newman
[C] Aristotle
[D] Birvenu
উঃ [C] Aristotle
2. জ্ঞানমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা হল–
[A] 5
[B] 6
[C] 7
[D] 8
উঃ [B] 6
3. “ক্যালকুলাসের জনক” কাকে বলা হয়-
[A] Whitehead
[B] Caley
[C] Newton
[D] Leibniz
উঃ [C] Newton
4. Mathematics is the science that draws necessary conclusion- এটি কে বলেছে?
[A] Peirce
[B] Young
[C] Wesley
[D] Locke
উঃ [A] Peirce
5. জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় –
a. আরোহী পদ্ধতি
b. অবরোহী পদ্ধতি (Ans)
c. উপরের দুইই
d. কোনটিই নয়
6. “পাঠ্যপুস্তক হল শিক্ষার মৌলিক উপকরণ" বলেছেন–
a. Lang
b. Bacon
c. Keating (Ans)
d. এদের কেউ নন
7. "গণিত সার সংগ্রহ" কে লিখেছেন?
a. আর্যভট্ট
b. ভাষ্কর
c. শ্রীধর আচার্য্য
d. মহাবীর (Ans)
8. অধ্যাপক বি . এস . ব্লুম নীচের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত ?
a. উদ্দেশ্যের শ্রেণিবিন্যাস (Ans)
b. শিক্ষণ পদ্ধতি
c. শিক্ষণ মডেল
d. শিক্ষণ কৌশল
9. "অঙ্ক হল মানবসভ্যতার দর্পণ" উক্তি টি অঙ্কর কোন মূল্যবোধ নির্দেশ করে ?
a. সাংস্কৃতিক (Ans)
b. নিয়মানুবর্তিতা
c. সামাজিক
d. কোনটিই নয়
10. "Mathematics is the getway of and key to all science"____;কথাটি কে বলেছেন ?
a. হগবেন
b. ডেভিড ব্রিক হক
c. রজার বেকন (Ans)
d. ল্যাংস্টার
11. 'বিদ্যালয় ছুট ' সমস্যাটির সমাধান করা যায়-
a. ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে
b. ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে
c. স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদেরকাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে (Ans)
d. এগুলির কোনোটাই নয়
12. শিক্ষার্থীর গনিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয়, তা হল__
a. আবেগ
b. উদ্বোধন
c. প্রশংসা
d. প্রেষণা (Ans)
13. “Mathematics possesses cultural value because of its general usefulness”----- উক্তিটি কার ?
a. Harald
b. Minnich (Ans)
c. Bacon
d. Hogbe
14. কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যর মধ্যে পড়ে?
a. দক্ষতামূলক (Ans)
b. প্রয়োগমূলক
c. জ্ঞানমূলক
d. বোধমূলক
15. Mathematics is the mirror of civilization-উক্তিটি করেন___
a. বেঞ্জামিন ব্লুম
b. থনডাইক
c. জন লক
d. Lancelot hogben
Ans. d. Lancelot hogben
16. পাঁচটি ধনাত্মক সংখ্যার গড় 213। প্রথম দুটি সংখ্যার গড় 233.5। শেষ দুটি সংখ্যার গড় 271 হলে তৃতীয় সংখ্যাটি-
a. 64
b. 56
c. 106
d. 1616
Ans. b. 56
17. কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে?
a. 10 দিন
b. 12 দিন
c. 15 দিন
d. 13 দিন
Ans. b. 12 দিন
18. প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়-
a. 30.5
b. 20
c. 20.5
d. 31
Ans. c. 20.5
19. A:B=3:4, B:C=5:7, C:D= 8:9 হলে A:B:C:D এর মান-
a. 30:56:40:63
b. 30:40:56:63
c. 40:30:56:63
d. 30:40:63:56
Ans. b. 30:40:56:63
20. 200 লিটার দুধ ও দলের মিশ্রণে 12.5% জল আছে। কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমান 37.5% হবে?
a. 80Lit
b. 75 Lit
c. 70Lit
d. None
Ans. a. 80 Lit
21. একটি ক্লাসের 15 জন ছাত্রের গড় উচ্চতা 150 সেমি। একজন নতুন ছাত্রর ভর্তি হলে গড় উচ্চতা হল 151। নতুন ছাত্রটির উচ্চতা
a. 135 সেমি
b. 166 সেমি
c. 177 সেমি
d. 165 সেমি
Ans. b. 166 সেমি
22. যেকোনো একটি দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত-
a. 27:20
b. 20:17
c. 20:27
d. 17:20
Ans. b. 20:17
23. নিলয় ইংরাজীতে 70% এবং অঙ্গকে 80 নম্বর পেয়েছে। যদি ইংরাজীর জন্য 200 নম্বর ধার্য আছে তবে উভয় বিষয়ে তার প্রাপ্ত নম্বরের গড় কত?
a. 100
b. 110
c. 75
d. 130
Ans. b. 110
24. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যেটিকে 7,8,9 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে?
a. 400
b. 480
c. 500
d. 510
Ans. d. 510
25. একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করলে 40% লাভ হলে ক্রয়মূল্য
a. 250
b. 150
c. 170
d. 110
Ans. b. 150
26. 15 বছর পর রাহুলের বয়স 5 বছর আগের বয়সের 5 গুন হলে, রাহুলের বর্তমান বয়স কত?
a. 5 বছর
b. 10 বছর
c. 15 বছর
d. 50 বছর
Ans. b. 10 বছর
27. 9 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 3 দিন পর আরো 6 জন লোক কাজে যুক্ত হলে বাকি কাজ কতদিনে শেষ হবে?
a. 2 দিন
b. 3 দিন
c. 4 দিন
d. 5 দিন
Ans. b. 3 দিন
28. একটি খামারে মুরগি ও ছাগল মিলে মোট 70টি প্রাণি ছিল। তাঁদের মোট পায়ের সংখ্যা 180। ছাগলের সংখ্যা
a. 50
b. 20
c. 40
d. 30
Ans. b. 20
29. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়-
a. 21%
b. 20%
c. 10%
d. None
Ans. a. 21%
30. 75 থেকে 97 পর্যন্ত সকল পূর্ণসংখ্যার যোগফল
a. 1598
b. 1798
c. 1958
d. 1978
Ans. d. 1978
পরিবেশবিদ্যা
1. পরিবেশবিদরা শিক্ষক/শিক্ষিকা হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নীচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন?
a) GPS
b) BRS
c) NRS
d) ORS
Ans: d) ORS
2. আয়নিত বিকিরণের মাত্রার একক হল
a) RAD
b) BOD
c) CAD
d) কোনোটিই নয়
Ans. a) RAD
3. নীচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না?
a) লোম
b) চুল
c) রক্ত
d) পালক
Ans. c) রক্ত
4. নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়?
a) COPD
b) টাইফয়েড
c) কলেরা
d) ম্যালেরিয়া
Ans. a) COPD
5. সুন্দরবন কত সালে ইউনিসেকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?
a) ২০০১
b) ১৯৯২
c) ১৯৬৭
d) ১৯৮৭
Ans. d) ১৯৮৭
6. দুধের কোন উপাদানটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?
a) এলবুমিন
b) গ্লোবিউলিন
c) ল্যাকটোজ
d) কেসিন
Ans. c) ল্যাকটোজ
7. নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়?
a) জ্যাট্রোফা
b) আম
c) সরষে
d) কার্পাস
Ans. a) জ্যাট্রোফা
8. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
a) একশৃঙ্গ গন্ডার
b) মেছো বিড়াল
c) হাতি
d) রয়েল বেঙ্গল টাইগার
Ans. b) মেছো বিড়াল
9. ভারতের প্রতিবেশী কোন দেশে জাতীয় পশু টাকিন?
a) নেপাল
b) ভুটান
c) পাকিস্তান
d) চিন
Ans. b) ভুটান
10. আরাবাড়ি কিসের জন্য বিখ্যাত?
a) চিপকো আন্দোলন
b) গ্যাস দুর্ঘটনা
c) যৌথ বনরক্ষা ব্যবস্থা
d) স্পঞ্জ আয়রন কারখানা
Ans. c) যৌথ বনরক্ষা ব্যবস্থা
11. ভারতবর্ষের কোন শহরে ভূ তাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়?
a) পুণে
b) চণ্ডীগড়
c) কলকাতা
d) সুরাট
Ans. d) সুরাট
12. ধুলো কণার গায়ে জলীয় বাষ্প জমে তৈরি হয়-
a) নক্ষত্র
b) গ্রহ
c) ছায়াপথ
d) মেঘ
Ans. d) মেঘ
13. নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসা পদ্ধতি DOT?
a) কলেরা
b) যক্ষ্মা
c) টাইফয়েড
d) হেপাটাইটিস
Ans. b) যক্ষ্মা
14. বৃষ্টির সম্ভাবনার কথা প্রথম কোন প্রানী আগে জানতে পারে?
a) কুকুর
b) পিঁপড়ে
c) গোরু
d) মুরগি
Ans. b) পিঁপড়ে
15. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী
a) ভীমরাও রামজি আম্বেদকর
b) মৌলানা আবুল কালাম আজাদ
c) জওহরলাল নেহেরু
d) মোহনদাস করমচাঁদ গান্ধী
Ans. b) মৌলানা আবুল কালাম আজাদ
16. নীচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়?
a) গোবর
b) মাছের কাঁটা
c) প্লাস্টিক
d) পুরানো কাগজ
Ans. c) প্লাস্টিক
17. কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়?
a) আম
b) সিঙ্কোনা
c) অর্জুন
d) তামাক
Ans. c) অর্জুন
18. চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে
a) মায়োপিয়া
b) ক্যাটার্যাক্ট
c) হাইপারমেট্রপিয়া
d) প্রেসবায়োপিয়া
Ans. a) মায়োপিয়া
19. পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কারণ
a) আর্দ্রতা কম
b) উঁচুতে রান্না করতে অসুবিধা বলে
c) চাপ কম
d) তাপামাত্রা কম
Ans. c) চাপ কম
20. একটি তরল অধাতু হল
a) পারদ
b) ব্রোমিন
c) কার্বন
d) সালফার
Ans. b) ব্রোমিন
21. নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি তড়িৎ এর সবচেয়ে ভালো পরিবাহী?
a) রুপো
b) সোনা
c) জিঙ্ক
d) তামা
Ans. a) রুপো
22. মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য?
a) রাসায়নিক সার প্রয়োগ
b) ব্যবহার না করে জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি
c) কম্পোস্ট ও জৈব সার ব্যবহার
d) অঞ্চলের বনভূমি কেটে পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তার মিশ্রনের ফলে উর্বরতা বৃদ্ধি (জুম চাষ)
Ans. c) কম্পোস্ট ও জৈব সার ব্যবহার
23. মিড ডে মিল রান্নাল জন্য যে লবন ব্যবহৃত হয় তার ফরমুলা
a) NaCl
b) KCl
c) MgCl2
d) CaCl2
Ans. a) NaCl
24. স্প্রিং তুলার সাহায্যে কোথায় ১ কিগ্রা তুলো বেশী পাওয়া যাবে?
a) মেরুতে
b) 45 ডিগ্রি অক্ষাংশে
c) 45 ডিগ্রি দ্রাঘিমাংশে
d) বিষুবরেখায়
Ans. a) মেরুতে
25. কোনটি এক্সসিটু সংরক্ষনের উদাহরণ?
a) চিড়িয়াখানা
b) জাতীয় উদ্যান
c) অভয়ারণ্য
d) বায়োস্ফিয়ার রিজার্ভ
Ans. a) চিড়িয়াখানা
26. বিদ্যালয়ে পরিবেশ বিদ্যাপাঠের প্রয়োজনীয়তা কি ?
a. পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতে
b. পরিবেশ দূষণকে রোধ করতে
c. পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অংশ
d. উপরের সবকটি
Ans. ঘ. উপরের সবকটি
27. পরিবেশ বিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না –
a. ঘটনা
b. তত্ত্ব
c. সূত্র
d. মূল্য
Ans. d. মূল্য
28. আপনি শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের বৃক্ষরোপন প্রকল্পের উদ্দেশ্য বলতে নীচের কোনটি বলবেন ?
a. জীবজগতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা
b. বাতাসে কার্বন ড্রাই অক্সাইড ও অক্সিজেনের মাত্রা স্থির রেখে বায়ুদূষণ নিয়ন্ত্রনে সাহায্য করা
c. বৃক্ষরোপন করার মাধ্যমে দেশের বনভূমির মোট আয়তন বাড়িয়ে বাস্তুতন্তের ভারসাম্য রক্ষা করা
d. উপরের সবকটি
Ans. d. উপরের সবকটি
29. ‘বাতাসের ওজন আছে’- বক্তব্যটি বোঝানোর জন্য নিম্নের কোন পদ্ধতিটি গ্রহণ করবেন ?
a. বিজ্ঞানসম্মত পদ্ধতি
b. বক্তৃতা পদ্ধতি
c. আলোচনা পদ্ধতি
d. অভিপ্রদর্শন পদ্ধতি
Ans. a. বিজ্ঞানসম্মত পদ্ধতি
30. বুনিয়াদী শিক্ষা মডেল কে নির্মাণ করেন ?
a. রবার্ট গ্লাস্টার
b. ফ্ল্যান্ডার
c. কান্ট
d. ক্যাসরয়েল
Ans. a. রবার্ট গ্লাস্টার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊