Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam: ৯৫২ জনের বাবার নাম ও স্কুলের নাম প্রকাশের নির্দেশ আদালতের

SSC Scam: ৯৫২ জনের বাবার নাম ও স্কুলের নাম প্রকাশের নির্দেশ আদালতের


High Court


কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৯৫২ জনের OMR প্রকাশ্যে এনেছে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে OMR দেখতে রোল নং ও জন্ম তারিখ দিলেই দেখা যেতে পারে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতিও। এবার এই ৯৫২ জনের বাবার নাম ও কর্মরত স্কুলের নাম প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



২০১৬ সালের নবম দশম নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে ৯৫২ জনের OMR প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। OMR শিট প্রকাশ হলেও সেখানে উল্লেখ নেই বাবার নাম ও স্কুলের। এবার সেই স্কুলের নাম ও বাবার নাম প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



২০১৬-এ ১৩৭০০ পদে শিক্ষক নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন ওঠে। জল গড়ায় আদালতে। আদালতের নির্দেশ মতোই ওএমআর প্রকাশ করে কমিশন। এর আগে ১৮৩ জনের ওএমআর প্রকাশ করে কমিশন। তারপর ৪০ জনের ওএমআর প্রকাশ করে। তারপর ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code